শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

জের শব্দের বাংলা অর্থ জের [ jēra ] বি. ১. আগেকার হিসাবের অবশেষ বা অনুবৃত্তি (গত মাসের হিসাবের জের); ২. রেশ (পুরোনো ঝগড়ার জের)।;[ফা. যের]।;জের টানা ক্রি. ১. হিসাবের খাতায় পূর্বপৃষ্ঠার জমাখরচের মোট অঙ্ক পরপৃষ্ঠায় নিয়ে যাওয়া; ২. পূর্বকর্মের রেশ টানা, আগেকার কাজের ফলভোগ করা।;☐ বি. উক্ত অর্থে।;[জের্‌] (বিশেষণ) ১ নত; নিচু বা পরাভূত (জের হৈল নিমকহারাম-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ হীন; ক্ষীণ(জেরদস্ত)। ¨ (বিশেষ্য) ১ পরাজয়; পরাভব। ২ রেশ; অনুবৃত্তি। ৩ পূর্ব হিসাবের সূত্র বা অনুবৃত্তি; ইজা। ৪ এ-কার; ই-কার। জেরটানা (ক্রিয়া) ১ হিসাবের খাতায় পূর্ব পৃষ্ঠার মোট রাশি পর-পৃষ্ঠায় লেখা (জের টেনে কেতাব সম্পর্কে আলোচনা শেষ করা যায়-কাজী আবদুল মান্নান)। ২ পূর্বে কৃত কর্মের ফল ভোগ করা। জেরদস্ত (বিশেষণ) দুর্বল। জবরদস্ত বিপ.। {(ফারসি) জ্বের};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ