Sumya Akter

Call

ভারতীয় ওয়েবসাইট টাইমস অব ইন্ডিয়া ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইন জানিয়েছে এর উত্তর।

আনারস বেশ পুষ্টিগুণসমৃদ্ধ ফল। তবে এ ফলটি থেকে গর্ভবতী নারীকে একটু দূরেই থাকতে বলা হয়। কারণ, আনারসের মধ্যে রয়েছে উচ্চ মাত্রায় ব্রোমেলেইন। এ এনজাইমটি সারভিক্সকে নরম করে দেয় এবং জরায়ুর সংকোচনকে উদ্দীপ্ত করে। এ কারণে আগেভাগে সন্তান জন্ম হতে পারে, যেটি মা ও শিশু উভয়ের জন্যই ক্ষতিকর।

এ ছাড়া ব্রোমেলেইন গর্ভপাতও ঘটিয়ে দিতে পারে। তাই গর্ভাবস্থায় আনারস খাওয়া এড়িয়ে যাওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

Pregnant অবস্থায় পাকা আনারস, পাকা পেঁপে, তেঁতুল এবং আঙ্গুর খাওয়া উচিত না । কারন এই ফল গুলোর মধ্যে vitamin C বা অন্যান্য chemical আছে যার জন্য বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে । এসব chemical এর high dose এ এই বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে । তাই এসব ফল pregnant অবস্থায় খাওয়া উচিত না । এবং অবশ্যই যেকোনো ফল খাওয়ার আগে formalin এর ব্যাপারে চিন্তা করা উচিত । আজকাল ফলগুলোতে formalin দাওয়া থাকে । formalin বাচ্চার জন্য অনেক ক্ষতিকর । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ