Jobedali

Call

অনেক পুরুষ অতিরিক্ত হস্তমৈথূন্য জনিত কারনে তাদের লিঙ্গে দুর্বলতা অনুভব করেন। এটার প্রধান কারন অল্প বয়সে হস্তমৈথূন্য শুরু করা এবং ভুল পদ্ধতিতে হস্তমৈথূন্য করা। যারা অল্পবয়সে হস্তমৈথূন্য করেন তারা বিয়ের পর সংসার জীবনে নানান জটিলতায় ভুগে থাকেন। এমনকি অল্পবয়সে হস্তমৈথূন্যের ফলে লিঙ্গের স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হয় বলে লিঙ্গের আকার ছোট থেকে যেতে পারে। তাই বাবা-মার উচিৎ বয়সন্ধিকালে সন্তানকে নজরদারীতে রাখা এবং যৌন বিষয়গুলো শিক্ষার সুযোগ করে দেয়। এখানে উল্লেখ করা যেতে পারে আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে তৃতীয় শ্রেনী থেকে পাঠ্যপুস্তকে যৌন শিক্ষা বিষয়টি অন্তভুক্ত আছে।অথচ লজ্জা আর সামাজিক কারনে আমরা অনেক অন্ধকারে রয়ে গেছি আমরা।

অতিরিক্ত হস্তমৈথূন্যের ফলে শক্তি হ্রাস সহ নানাবিদ শাররীক সমস্যায় ভোগেন। তার মধ্যে উল্ল্যেখযোগ্য হল:

১. শাররীক ব্যথা এবং মাথা ঘোরা।

২. যৌন ক্রিয়ায় সাথে জড়িত স্নায়তন্ত্র দুর্বল করে দেয় অথবা ঠিক মত কাজ না করার পরিস্থতি সৃষ্টি করে।

৩. শরীরের অন্য অঙ্গ যেমন হজম প্রক্রিয়া এবং প্রসাব প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করে।

৪. দৃষ্টি শক্তি দুর্বল করে দেয় এবং মাথা ব্যাথা সৃষ্টি করে।

৫. হৃদকম্পনে দ্রুততা আসে এবং অনেকে নার্ভাস ফিল করতে পারেন।

৬. ব্যক্তি কোনো কঠিন শারীরিক বা মানসিক কাজ এর অসমর্থ. তিনি সাধারণত নির্জনতায় থাকতে চেষ্টা করে এবং তার জ্ঞান বৈকল্য হয়।

৭. কেউ কেউ হয়তো তোতলানো এবং কানে কম শোনা রোগে আক্রান্ত হতে পারেন।

৮. দ্রুত বীর্যস্থলনের প্রধান কারন অতিরিক্ত হস্তমৈথুন্য।

৯. হস্তমৈথূন পুরুষাঙ্গে ছিদ্র সৃষ্টি করতে পারে।

১০. এটি প্যারাসিমপেথিক স্নায়ু দুর্বল করে দেয়। নিউরোট্র্রান্সমিটার গ্রাস করা এবং পেশী টিস্যু এবং বীর্য নির্গম নিয়ন্ত্রণ ব্যাহত করে।

১১. হস্তমৈথুন সহানুভূতিশীল স্নায়বিক ক্রিয়া উদ্দীপকের উপর আরো সংবেদনশীলতা বৃদ্ধি করে। ফলে আপনার যৌন মিলনের সময় বীর্যস্থলন নিয়ন্ত্রনের অফ্ বাটন ধ্বংস করে দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
অতিরিক্ত হস্তমৈথুনের ফলে লিঙ্গ ছোট হয়ে যায় এবং অতিরিক্ত হস্তমৈথুনকারীর লিঙ্গের উত্থান শক্তি নস্ট হয়ে -পুরুষত্বহীন মানে লিঙ্গ আর না দাড়ানো বা দাড়ালে ও কিছুক্ষনের মধ্য আবার নিস্তেজ হয়ে যাওয়া (ধজভঙ্গ Erictile dysfunction/ impotence) রোগ হয়ে যায় এটা ১০০% সত্য। এটা কত জটিল কঠিন ভয়াবহ রোগ ভুক্তভোগি ছাড়া কেহ বুঝবেনা, অনেকে এটা হয়ত বিশ্বাস ও করবে না যে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে এ রকম পরিস্থির স্বিকার হতে হয়! দেশের লাখো লাখো কিশোর --  যুবক আজকে মাথায় হাত দিয়ে কাঁদছে।এটা আমি আমার ২৮ বছরের যৌন চিকিৎসার অভিজ্ঞতার আলোকে বলছি। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে লিঙ্গ ছোট হয়ে যাওয়া এবং ধবজভঙ্গ এই ২ টা রোগে আক্রান্ত হয়েছে এই ধরনের অসংখ্য রোগির চিকিৎসা আমি করেছি। অতিরিক্ত হস্তমৈথুনের ফলেব এই ২ টা সহ মোট ২২ রকমের ক্ষতি হয়।  হস্তমৈথুন করার জন্য যারা  উৎসাহ দেন তারা অসৎ প্রকৃতির মানুষ। এতে ক্ষতি ছাড়া কোন লাভ হয়না। যৌন শক্তি দমন করার বিষয়ে রহমতুল্লিল আলামিন (সাঃ) বলেছেন- বিয়ে করার বয়স ও সামর্থ থাকলে বিয়ে করো তা না হলে নফল রোজা রাখো। এটাই সব চাইতে উত্তম পরামর্শ। অতিরিক্ত হস্তমৈথুন এর ফলে কি কি ক্ষতি হয় তা দেশবাসীকে বিশেষভাবে উটতি বয়সের কিশোর ও যুবকদের জানানোর জন্য ফেইসবুকে ১ টা  ফেজ খুলেছি নিচে দেয়া লিংক এ ক্লিক করলে উক্ত ২২ টা ক্ষতির  বিষয়ে জানতে পারবেন।হস্তমৈথুন এর ২২ টি ক্ষতিঃ https://www.facebook.com/groups/hostumoitun/permalink/6856207957784417/
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ