Jobedali

Call

সিনক্রোনাস মোটর ও ইন্ডাকশন মোটর মাঝে পার্থক্য

সিনক্রোনাস মোটরইন্ডাকশন মোটর
১। সিনক্রোনাস মােটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না।
 
১। ইন্ডাকশন মােটর নিজে নিজে স্টার্ট নিতে পারে। 
 
২। লােডের পরিবর্তনের ফলে এর গতিবেগের কোন পরিবর্তন হয় না। 
 
২। লােড় এর পরিবর্তনের ফলে এর গতিবেগের পরিবর্তন হয়
৩। এতে কোন স্লিপ নেই অর্থাৎ স্লিপ শূন্য।
 
৩। এতে স্লিপ আছে
৪। এর রক্ষণাবেক্ষন খরচ বেশী ।৪। এর রক্ষণাবেক্ষন খরচ কম।
৫। একে অল্টারনেটর হিসাবে চালানাে যায়।৫। একে অল্টারনেটর হিসাবে চালানাে যায় না।
৬। এর জন্য এক্সাইটারের প্রয়ােজন হয়।
 
৬। এর জন্য এক্সাইটারের প্রয়ােজন হয় না। 
 
৭। লােড কম বেশীর জন্য হান্টিং দেখা দেয়।
 
৭। লােড কম বেশীর জন্য হান্টিং দেখা দেয় না। 
 
৮। স্টার্টিং পদ্ধতি জটিল।
 
৮। স্টার্টিং পদ্ধতি অপেক্ষাকৃত সহজ। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ