Jobedali

Call

যেহেতু ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেমকে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম বলা হয় তাই আমরা অনেকে মনে করে থাকি যে, সব ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমই ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম। কিন্তু আমাদের এই ধারণাটি সম্পুর্ন সঠিক নয়।    মুলত ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেমে ফিডব্যাক লুপের সৃষ্টি হয় যার কারণে ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেমকে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম বলা হয়। এখানে মুল পার্থক্য হচ্ছে- একটি ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেমে একাধিক ফিডব্যাক লুপ থাকতে পারে কিন্তু একটি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমে শুধুমাত্র একটি ফিডব্যাক লুপ থাকে, যার কারণে সব ক্লোজড লুপ সিস্টেম ফিডব্যাক সিস্টেম নয়। তবে সব ফিডব্যাক সিস্টেমই ক্লোজড লুপ সিস্টেম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ