Sumya Akter

Call

মৃত ব্যক্তির হিসাব থেকে নমিনী কর্তৃক টাকা উত্তোলন যখন কোন হিসাবের মালিক মারা যায়, তখন তার নমিনী নিম্নরূপ নিয়ম-কানুন পালন সাপেক্ষে উক্ত হিসেবে টাকা উত্তোলন করতে পারবেন।

  • ১) ওয়ারিশান সনদ পত্রের দরকার নেই,
  • ২) নমিনী টাকা উত্তোলনের জন্য আবেদন করবেন,
  • ৩) মৃত ব্যক্তির ডেট সার্টিফিকেট উপস্থাপন করবেন,
  • ৪) নমিনীর দুই কপি সত্যায়িত ছবি,
  • ৫) নমিনীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,
  • ৬) ব্যাংকের দুজন গ্রাহক বা এলাকার চেয়ারম্যান বা ব্যাংকের ২ জন অফিসার কর্তৃক নমিনীকে সত্তায়ন কর‌তে হ‌বে।
  • ৭) ব্যাংকের দুজন গ্রাহকের সাথে যৌথভাবে নমিনী কর্তৃক ইনডেমনিটি প্রদান।উপরোক্ত নিয়ম কানুন পরিপালন সাপেক্ষে ব্যাংক শাখা নমিনীকে অর্থ প্রদান করতে পারবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

২০১৬ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ