শেয়ার করুন বন্ধুর সাথে
Sumya Akter

Call

মানি অর্ডার একটি প্রিপেইড পদ্ধতি। মানি অর্ডার ব্যবহার করায় গ্রাহককে প্রচুর পরিমাণে নগদ অর্থ বহন করতে হবে না। একে পোস্টাল অর্ডারও বলা হয়ে থাকে। এর কিছু সুবিধা ও অসুবিধাসমূহ রয়েছে। যা নিম্নে তুলে ধরা হলো-

মানি অর্ডার (Money Order)বাংলাদেশ পোষ্ট অফিসের সংজ্ঞা অনুযায়ী-A money order is an order issued by the post office for the payment of a sum of money through the agency of the post office.অর্থাৎ মানি অর্ডার পোস্ট অফিস বা পোস্ট অফিসের সংস্থার মাধ্যমে নির্দিষ্ট পরিমান অর্থ প্রদানের জন্য জারি করা একটি আদেশ।• মানি অর্ডার ফর্ম কালি দ্বারা অবশ্যই পূরণ করতে হবে;• একটি একক মানি অর্ডার ৫০০০ টাকার বেশি ইস্যু করা উচিত নয়।

Investopedia তে বলা হয়েছে-A money order is a certificate, usually issued by governments and banking institutions, that allows the stated payee to receive cash on demand. A money order functions much like a check, in that the person who purchased the money order may stop payment.অর্থাৎ মানি অর্ডার একটি সার্টিফিকেট, সাধারণত সরকার এবং ব্যাংকিং প্রতিষ্ঠানের দ্বারা ইস্যু করা হয়, যা বিবৃত প্রাপকের দাবিতে নগদ অর্থ গ্রহণ করার অনুমতি দেয়। মানি অর্ডার একটি চেকের মত কাজ করে থাকে, যাতে অর্থের ক্রয়কারী ব্যক্তি অর্থ প্রদান বন্ধ করতে পারে।

Wikipedia তে বলা হয়েছে-A money order is a payment order for a pre-specified amount of money.অর্থাৎ মানি অর্ডার একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের জন্য একটি পেমেন্ট অর্ডার।

টেলিগ্রাফিক মানি অর্ডার (TMO)• টেলিগ্রাফিক মানি অর্ডার একটি মানি অর্ডার, যা পোস্ট অফিসের টেলিগ্রাফ দ্বারা সূচিত করা হয়;• একটি একক টেলিগ্রাফিক মানি অর্ডার ৫০০০ টাকার বেশি ইস্যু করা উচিত নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ