Sumya Akter

Call

এসএমই (SME) এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা  দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই এর গুরুত্ব অনস্বীকার্য। যা নিম্নে তুলে ধরা হলো-  

  • ১) অধিক কর্মসংস্থান এর সুযােগ সৃষ্টি করে।  
  • ২) বিনিয়ােগ বহুমূখীকরণে সাহায্য করে।  
  • ৩) নতুন নতুন বিনিয়ােগ খাত সৃষ্টি করে।  
  • ৪) অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।  
  • ৫) ব্যাংকিং খাতের রিস্ক কমাতে সহায়তা করে।  
  • ৬) অর্থনৈতিক মন্দার হাত হতে বাঁচাতে সহায়তা করে।  
  • ৭) নতুন নতুন টেকনােলজি উদ্ভাবনে সাহায্য করে।  
  • ৮) নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তা করে।  
  • ৯) বড় উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখে।  
  • ১০) জাতীয় প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করে।  
  • ১১) দারিদ্র্য বিমােচনে ভূমিকা রাখে ইত্যাদি।
Talk Doctor Online in Bissoy App