শেয়ার করুন বন্ধুর সাথে

Call

মৎস্য হ্যাচারি বা ফিস হ্যাচারি (Fish hatchery) বলতে এমন একটি প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে প্রণোদিত বা কৃত্রিম প্রজনন পদ্ধতিতে বিভিন্ন মাছের রেণুপোনাসহ অন্যান্য পোনা উৎপাদন ও লালন-পালনের প্রয়োজনীয় অবকাঠামো ও ব্যবস্থাপনা রয়েছে।

মৎস্য হ্যাচারি বা ফিস হ্যাচারি “Fish hatchery” ফিনফিস হ্যাচারি  “Finfsh Hatchery” নামেও পরিচিত। অন্যদিকে চিংড়ির পোনা উৎপাদনের হ্যাচারিকে Shellfish hatchery বলা হয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ