শেয়ার করুন বন্ধুর সাথে

Call

হ্যাচারি (Hatchery) বলতে এমন একটি প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে প্রণোদিত বা কৃত্রিম প্রজনন পদ্ধতিতে কোন প্রাণীর (বিশেষত হাঁস-মুরগি, মাছ ইত্যাদি) বাচ্চা বা পোনা উৎপাদন ও লালন-পালনের প্রয়োজনীয় অবকাঠামো ও ব্যবস্থাপনা রয়েছে।

যেমন – মাছের পোনা উৎপাদনের হ্যাচারিকে মৎস্য হ্যাচারি (Fish hatchery) বলে। অন্যদিকে, চিংড়ির পোনা উৎপাদনের হ্যাচারিকে চিংড়ি হ্যাচারি (Shellfish hatchery) বলা হয়ে থাকে। আবার, হাঁস-মুরগির পোনা উৎপাদনের হ্যাচারিকে পোল্ট্রি হ্যাচারি (Poultry hatchery) বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ