ওয়ালিদ' এবং 'হানি 'নামের অর্থ কি? 'খালেদ বিন ওয়ালিদ' নাম এর অর্থ কি বুঝায়?
শেয়ার করুন বন্ধুর সাথে

ওয়ালিদ এটা আরবী শব্দ। অর্থ বালক, নবজাতক, দাস ইত্যাদি। (আল-মু'জামুল ওয়াফী; পৃষ্ঠা 1140) হানি এটা আরবী শব্দ। অর্থ সুখী, আনন্দিত, তৃপ্ত ইত্যাদি। (আল-মু'জামুল ওয়াফী; পৃষ্ঠা 1095) খালিদ শব্দটাও আরবী। অর্থ চিরঞ্জীব, অমর, শাশ্বত ইত্যাদি। (আল-মু'জামুল ওয়াফী; পৃষ্ঠা 432) আর ইবন এর অর্থ ছেলে বা সন্তান। এ হিসেবে খালিদ ইবনে ওয়ালিদ এর অর্থ হয় নবজাতক বা দাসের ছেলে চিরঞ্জীব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call


ওয়ালিদ (ولید) অর্থ  শিশু  বা  নবজাতক 

এবং  হানি  (ھانی)  অর্থ  আনন্দিত  বা প্রফুল্লিত 

 খালিদ বিন ওয়ালিদ ( খালিদ ওয়ালিদের পুত্র ) যেহেতু একজনের নাম নয় । এখানে পিতা-পুত্র সম্পর্ক বোঝাচ্ছে ।তাই খালিদ এবং ওয়ালিদ আলাদা অর্থ করতে হবে । এখানে খালিদ হল মুল নাম । খালিদ (خالد) অর্থ  চিরস্থায়ী ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমার জানা মতে খালেদ বিন ও্যালিদ ইসলামের মহান যোদ্ধা ছিলেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ