শেয়ার করুন বন্ধুর সাথে
  • 'সমন্বয়' শব্দের অর্থঃ
  1. সংগতি, সামঞ্জস্য (যেমনঃ জ্ঞান ও কর্মের সমন্বয়)।
  2. অবিরোধ, একমত‍্য (যেমনঃ বিভিন্ন বিভাগের বা কর্মপ্রচেষ্টার সমন্বয়)।
  • সমন্বয়কঃ যিনি জ্ঞান ও কর্মের মধ‍্যে, বিভিন্ন বিভাগের বা কর্মপ্রচেষ্টার মধ‍্যে অথবা বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করেন, তাকে সমন্বয় সাধনকারী, সমন্বয়কারী বা সমন্বয়ক বলে।
  • বিস্ময়ে সমন্বয়ক তাকেই বলে যিনি প্রশাসনে প্রশ্ন, উত্তর ও মন্তব্য অনুমোদন বা প্রত‍্যাখ‍্যান করার পাশাপাশি অন‍্যান‍্য কার্যক্রম করে বিভিন্ন প্রশাসনিক কাজের মধ‍্যে সমন্বয় সাধন করেন। তিনি জ্ঞান ও কর্মের মধ‍্যে সমন্বয় সাধন করেন। বিভিন্ন বিভাগের বা কর্মপ্রচেষ্টার মধ্যে সমন্বয় সাধন করেন। তিনি বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের মধ‍্যে সংগতি, সামঞ্জস্য বজায় রেখে বিস্ময়কে বহুদূর এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ