শেয়ার করুন বন্ধুর সাথে

আলসার (Ulcer)  পৌষ্টিকনালির মিউকাস আবরণীতে ও ত্বকের উপরে সৃষ্ট ঘা। সাধারণ মানুষ আলসার বলতে পাকস্থলীর আলসার বা গ্যাস্ট্রিক আলসার (gastric ulcer) ও ক্ষুদ্রান্ত্রের ডুওডেনাম অংশের আলসার (duodenal ulcer) বুঝে থাকে যার সর্বজনীন পরিচিতি পেপটিক আলসার (peptic ulcer) হিসেবে। এতকাল পাকস্থলীর হাইড্রোকোলরিক এসিড ও পেপসিনকেই পেপটিক আলসার এর জন্য দায়ী মনে করা হলেও এটি এখন নিশ্চিত যে Helicobacter pylori নামের ব্যাকটেরিয়ার সংক্রমণই ডুওডেনাল আলসারের অন্যতম কারণ। পাকস্থলীর উচ্চমাত্রার এসিড-মাধ্যম এ অণুজীবের সংক্রমণের সহায়ক। আর এজন্যেই এখন ডুওডেনাল আলসারের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ও হাইড্রোক্লরিক এসিড তৈরী প্রতিবন্ধক প্রোটন পাম্প ইনহিবিটর (proton pump inhibitor – PPI ) ঔষধ ব্যবহৃত হচ্ছে। এছাড়া ব্যথা নিরাময় ও ষ্টেরয়েড জাতীয় ঔষধ সেবনের কারণে পাকস্থলী ও ডুওডেনামে আলসার হতে পারে।

দীর্ঘমেয়াদী পাকস্থলীর আলসার ক্যান্সারে রূপান্তরের সম্ভাবনা থাকে।  রক্তবমি (haematemesis), কাল পায়খানা (melaena), ডুওডেনাম ছোট (stenosis) ও ফুটো (perforation) হয়ে যাওয়া ইত্যাদি হচ্চে ডুওডেনাল আলসারের বিপদজনক জটিলতা (complication) যা মৃত্যুর কারণ হতে পারে।

আলসারেটিভ কলাইটিস (ulcerative colitis) নামক রোগে বৃহদান্ত্রে আলসার দেখা যায়। চাপের কারণে দীর্ঘদিন বিছানায় আবদ্ধ রোগীদের পিঠের ত্বকে সৃষ্ট  ঘাকে সাধারনভাবে bed sore  আর চিক্যিসাবিদ্যায়  decubitus  ulcer  নামে পরিচিত। কুষ্ঠরোগ ও অন্যান্য স্নায়ু বৈকল্যে trophic ulcer  আর  রক্তে উচ্চ শর্করা, রক্ত সরবরাহে ঘাটতি ও প্রান্তিক স্নায়ু বৈকল্যের (peripheral neuropathy) শিকার ডায়াবেটিক রোগিদের ঘা (diabetic ulcer) এর চিকিৎসা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। জিহ্বা ও মুখ গহবরের  মিউকাস আবরণীতে এফ্থাস্ আলসার (Aphthous ulcer) নামক তীব্রব্যথা সৃষ্টিকারি ঘা দেখা যায়। এর কারণ জানা না থাকলেও এক ধরণের ভাইরাসকেই দায়ী করা হয়। এফ্থাস্ আলসার সপতাহ দুয়েক এর মধ্যে এমনিতেই সেরে যায় তবে এটি বারংবার হতে দেখা যায়। বাংলাপিডিয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ