শেয়ার করুন বন্ধুর সাথে

গাজা এক ধরনের মাদকদ্রব্যের নাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HMMOBAROKBD

Call

আভিধানিক অর্থে- গাঁজা,-গঞ্জিকা, বাজে কথা, ইত্যাদি  

সাধারণত মারিজুয়ানা, গঞ্জিকা, গাঞ্জা, সিদ্ধি ইত্যাদি নামে পরিচিত; মূলত গাঁজা উদ্ভিদেরএক ধরণের প্রস্তুতি যা সাইকোঅ্যাক্টিভ ড্রাগ এবং ঔষধ হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
গাজা (Gaza) শব্দের অর্থঃ
একদৃষ্টে।
অপলকে।
দৃষ্টি।
নজর।
অনিমেষ চেয়ে থাকা।
পক্ষান্তরে, গাঁজা (Weed) : বাংলাদেশ-সহ পৃথিবীর প্রায় সব দেশে জাত ও করাতের মতো খাঁজকাটা সবুজ পাতা এবং গােলাপি আভাযুক্ত সাদাটে গুচ্ছবদ্ধ ফুল বা তার বীরুৎশ্রেণির বর্ষজীবী উদ্ভিদ, যার শুকনো পাতা ও ফুল চূৰ্ণ করে মাদকরূপে সেবন করা হয়।
গাঁজা শব্দের অর্থঃ
সিদ্ধি।
ফেনাযুক্ত হওয়া।
মেতে ওঠা।
সঞ্চিত হওয়া।
পচানো।
মাতানো।
(ধন্যবাদ)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ