Emomali Rahmon was born to a peasant family on October 5, 1952 in Dangara district of the Republic of Tajikistan.

Emomali Rahmon began his labour activity in 1969 after graduation from Technical Lyceum №40 of Kalininabad city (presently Sarband) electrician at Qurghonteppa oil factory.
From 1971 to 1974 he served in the Pacific Navy Military Force. After the demobilization, he started working at the Lenin collective farm in Dangara.
Emomali Rahmon graduated from the Faculty of Economics at the Tajik National University in 1982.
From 1976 to 1987 he held posts of the secretary of direction and the Chairman of the Union Committee of the Lenin collective farm in Dangara. He later worked in party bodies.
From 1987 to 1992 he was the Chairman of the Lenin collective farm in Dangara.
In 1990, Emomali Rahmon was elected as People’s Deputy at the Supreme Council of the Republic of Tajikistan of twelfth convocation. In autumn 1992, he was elected as the Chairman of the Executive Committee of the Council of the People’s Deputies of Kulyab province.
On November 19, 1992 at the XVI session Emomali Rahmon was elected as the Chairman of the Supreme Council of the Republic of Tajikistan.
On November 6, 1994, Emomali Rahmon was elected to the post of the President of the Republic of Tajikistan by nation-wide voting.
On November 6, 1999, Emomali Rahmon was re-elected on the alternative basis and by nation-wide voting and assumed an office of the President of the Republic of Tajikistan for a seven-year term.
On November 6, 2006, at free, transparent and democratic elections, held on the alternative basis, Emomali Rahmon was elected as the President of the Republic of Tajikistan for a seven-year term by nation-wide voting for the third time.
He is the Hero of Tajikistan (1999).

শেয়ার করুন বন্ধুর সাথে

ইমোমালি রাহমোন ১৯৫২ সালের ৫ অক্টোবর তাজিকিস্তান এর দাংগারা জেলার একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।  

ইমোমালি রাহমোন  ১৯৬৯ সালে কালিনিনাবান্দ(বর্তমান সারবন্দ) শহর হতে প্রযুক্তিগত লিসিয়ামের বিষয়ে স্নাতক অর্জন করা পর কুরঘুন্টেপ্পা তেল কোম্পানিতে ইলেক্ট্রিশিয়ান হিসেবে চাকরি শুরু করেন। ১৯৭১ হতে ১৯৭৪ সাল পর্যন্ত শান্তিরক্ষী নৌবাহিনীতে কাজ করেন।অবসরের পর, তিনি দাংগালার লেনিন সংগ্রহশালায় কাজ করেন। তিনি পরবর্তীতে প্রশাসনিক পদে কাজ করেন। ১৯৮৭ থেকে ১৯৯২ পর্যন্ত তিনি লেনিন সংগ্রহশালার চেয়ারম্যান ছিলেন। ১৯৯০ সালে তাজিকিস্তান এর সুপ্রিম কাউন্সিল এর দ্বাদশ অধিবেশন/সমাবর্তনে ইমোমালি রাহমোন জনগণের প্রতিনিধি নির্বাচিত হন। ১৯৯২ সালের শরতে, তিনি কুলিয়াব প্রদেশের জনগণের প্রতিনিধিদের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন। ১৯৯২ সালের ১৯ নভেম্বর ১৬ তম অধিবেশনে তিনি তাজিকিস্তানের সুপ্রিম কাউন্সিল এর চেয়ারম্যান নিযুক্ত হন।

১৯৯৪ সালের ৬ নভেম্বর দেশব্যাপী ভোটে ইমোমালি রাহমোন তাজিকিস্তান এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। ১৯৯৯ সালের ৬ নভেম্বর বিকল্প ভিত্তিতে দেশব্যাপী ভোটের মাধ্যমে তিনি সাত বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবাচিত হন।
২০০৬ সালের ৬ নভেম্বর ইমোমালি রাহমোন তৃতীয়বারের মতো দেশব্যাপী বিকল্প পদ্ধতিতে একটি স্বচ্ছ, মুক্ত ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তাজিকিস্তান এর প্রেসিডেন্ট হিসেবে পুর্ননির্বাচিত হন।
তিনি হলেন তাজিকিস্তানের বীর।(১৯৯৯)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Sharmin

Call

ইমোমালি রাহমন ১৯৫২ সালের ৫ অক্টোবর তাজিকিস্তান প্রজাতন্ত্রের ডাঙ্গারা জেলায় কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।


ইমোমালি রহমন ১৯৬৯সালে কুরিনীঘাবা তেল কারখানার কলিনিনাবাদ শহরের (বর্তমানে সরবন্দ) বৈদ্যুতিনবিদ থেকে টেকনিক্যাল লাইসিয়াম -40 থেকে স্নাতক শেষ করার পরে তাঁর শ্রম কার্যক্রম শুরু করেছিলেন।


১৯৭১থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি প্যাসিফিক নেভি মিলিটারি ফোর্সে দায়িত্ব পালন করেছিলেন। প্রশাসনিক ব্যবস্থার পরে তিনি ডাঙ্গারার লেনিনের সম্মিলিত খামারে কাজ শুরু করেন।


ইমোমালি রাহমন ১৯৮২ সালে তাজিক জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি অনুষদ থেকে স্নাতক হন।


১৯৭৬থেকে ১৯৮৭সাল পর্যন্ত তিনি ডাঙ্গারায় লেনিনের যৌথ খামারের পরিচালনা সেক্রেটারি এবং ইউনিয়ন কমিটির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন। পরে তিনি দলীয় সংস্থায় কাজ করেছেন।


১৯৮৭ থেকে ১৯৯২ অবধি তিনি ডাঙ্গারায় লেনিনের সম্মিলিত ফার্মের চেয়ারম্যান ছিলেন।


১৯৯০ সালে ইমোমালি রহমন দ্বাদশ সমাবর্তনের তাজিকিস্তান প্রজাতন্ত্রের সুপ্রিম কাউন্সিলের পিপলস ডেপুটি নির্বাচিত হন। ১৯৯২সালের শরত্কালে, তিনি কুলিয়াব প্রদেশের জনগণের প্রতিনিধি পরিষদের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।


 নভেম্বর, ১৯৯২ সালে XVI অধিবেশনে ইমোমালি রহমনকে তাজিকিস্তান প্রজাতন্ত্রের সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।


১৯৯৪ সালের  নভেম্বর ইমোমালি রাহমন দেশব্যাপী ভোটের মাধ্যমে তাজিকিস্তান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পদে নির্বাচিত হন।


নভেম্বর, ১৯৯৯-তে ইমোমালি রাহমন বিকল্প ভিত্তিতে এবং দেশব্যাপী ভোটদানের মাধ্যমে পুনরায় নির্বাচিত হন এবং সাত বছরের মেয়াদে তাজিকিস্তান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন।


Basis নভেম্বর, ২০০,, অবাধ, স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচনের সময়ে, বিকল্প ভিত্তিতে অনুষ্ঠিত, ইমোমালি রাহমন তৃতীয়বারের মতো দেশব্যাপী ভোটের মাধ্যমে সাত বছরের মেয়াদে তাজিকিস্তান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন।


তিনি তাজিকিস্তানের হিরো (1999))




ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ