যেমনঃ-

পাঠক x 1
আত্মজীবনী-রচয়িতা x 1
কৃতজ্ঞ x 1
ভোটার x 1

রূপা

ক্ষুধিত পাঠক x 1

 


 এগুলো কিসের উপর নির্ভর করে তৈরি হয়? এক ক্যাটাগরির সব ধাপ গুলো অর্জন করতে পারলে ভালো হয় নাকি   এক ক্যাটাগরির ১/২ টা ধাপ অর্জন করে পরে ক্যাটাগরিতে পৌছে গেলে ভালো হয়?  বিস্তারিত বলবেন প্লিজ



Share with your friends
এগুলো হলো ব্যাজ।

নিবন্ধিত ইউজারদের তাদের কার্যক্রমের ওপর ভিত্তি করে ব্রোঞ্চ, রুপা এবং সোনা- এই তিন ক্যাটাগরির বিভিন্ন ব্যাজ প্রদান করা হয়।

মূলত ভালো কার্যক্রম করলে তার সম্মানসূচক ব্যাজ প্রদান করা হয়। এগুলো আপনার প্রোফাইলে থাকলে আপনার প্রোফাইল বেশ সুন্দর দেখায় এবং অন্য ইউজার বুঝতে পারে আপনি বেশ ভালো কার্যক্রম করেন।

বিস্ময়ের নিয়মিত ইউজার হিসেবে থাকলে আপনি আস্তে আস্তে প্রায় সব ক্যাটাগরির ব্যাজ অর্জন করতে পারবেন।

ব্যাজ সম্মানসূচক ছাড়া কোন কাজে লাগে না, তাই অধিক সম্মান প্রাপ্ত হওয়ার জন্য সব ক্যাটাগরির ব্যাজ অর্জন করা ভালো।

কীভাবে কোন ব্যাজ পাওয়া যায়, তা এই উত্তর থেকে দেখে নিন

Talk Doctor Online in Bissoy App