শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

ভাইরাস শব্দের অর্থ বিষময় তরল। ভাইরাসের প্রভাবকে ভাইরাল বলে।  ভাইরাস যেমন আক্রমন করলে দ্রুত সংক্রমন ছড়িয়ে পড়ে মহামারীতে রুপ নেয়,অথবা তীব্র আক্রমনে প্রানি মারা যায় তেমনি কোন ঘটনা খুব দ্রুত ছড়িয়ে পড়লে ভাইরাসের এই প্রভাবের ন্যায় তুলনা করে বিষয়টাকে ভাইরাল বলা হয়। বর্তমানে শব্দটি মিডিয়া জগতে বেশি ব্যবহার হচ্ছে। কোন ভিডিও যা অতি সংবেদনশীল তা মানুষ দ্রুত দেখে ও নিজেও শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেয়, ফলে তা অল্প সময়ে বৃহত পরিসরে ছড়িয়ে পড়ে ও সাড়া জাগায়। এই ঘটনাকেই মুলত ভাইরাল বলে। একক ভাবে এই শব্দের অর্থ  বিস্তরনযোগ্য, বর্ধনযোগ্য, আক্রমণাত্মক। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ