Call

কথায় কথা বাড়েঃ মনে করেন আপনার সাথে কোন বিষয় নিয়ে কথা বলছি সে বিষয় নিয়ে কথা বলতে বলতে অন্য বিষয় নিয়ে কথা বলাকে কথায় কথা বাড়ে বলা হয়।

ক্রোধে হয় ঝড়ঃক্রোধ মানে রাগ কে বোঝায়।রাগ হলে কি করি না করি নিজেই জানি না। তাই বলা হয়েছে ক্রোধে হয় ঝড়।

কথা না বাড়িয়ে সখি যাও তবে ঘরঃ এখানে কথা না বেশি বলে ঘরে/বাড়িতে চলে আসার কথা বলা হয়েছে।


আশা করছি বুঝতে পারবেন।

না বুঝলে মন্তব্য করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এর অর্থ কোনো কিছুই বেশি ঠিক না এর জন্য এসব থেকে দূরে থাকাই ভাল|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এই প্রবাদটি কথা না বাড়ানোর উপদেশ দিতে ব্যবহৃত হয়।কারণ যখন একটি বিষয়ে কথা বলা শুরু করবেন তখন কথা চলতেই থাকবে।যেরকমটা আমরা তর্ক করার সময় দেখে থাকি।ঝগড়া বাঁধার পর তর্ক শুরু করলে তা আর থামতেই চায় না।আর রাগ বা ক্রোধের সময় মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।ফলে সে বুঝতেই পারে না সে কি করছে।এরকম অবস্থায় সে যেকোন কিছু করে ফেলতে পারে।সেটাকেই ঝড় অর্থে প্রকাশ করা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ