'Trouper' ও 'Pitbull' শব্দ দুটির বাংলা অর্থ কি? বিস্ময়ে এই দুইটি ব‍্যাজ বাংলায় না লিখে, ইংরেজিতে লেখা হয় কেনো? কিভাবে বিস্ময় থেকে এই দুইটি ব‍্যাজ অর্জন করা যায়?
Share with your friends
Call
এগুলো কোনো ইংরেজি শব্দ নয়।এগুলো বিস্ময়ে ব্যাজ হিসেবে দেওয়া হয়।আমার মনে হয় Trouper শব্দটি Trophy থেকে আনা হয়েছে।আর সেটি জানি না।ট্রপি অর্থ বিজয়ের দ্বারা আহৃত গৌরব চিহ্ন। বিঃদ্রঃ এগুলোর আভিধানিক কোনো অর্থ নেই।ডিকশনারী খুজে দেখেছি।
ট্রপার ব্যাজ টি দেওয়া হয় বিস্ময়ে ১০০ দিন পরিদর্শন করলে।আর পিটবল দেওয়া হয় ৩০ টি অসঙ্গত পোষ্টকে সতর্ক করলে।
Talk Doctor Online in Bissoy App
Call
প্রথম প্রশ্নের উত্তর উপরে দেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর এখানেদেওয়া অাছে।
Talk Doctor Online in Bissoy App

এগুলোর কোনো বাংলা অর্থ নেই।এগুলো কোনো ইংরেজী শব্দ নয়।আপনি যদি মোট ১০০ দিন পরিদর্শন করেন তাহলে আপনাকে Trouper ব্যাজ দেওয়া হবে।এবং ৩০টি অসঙ্গত পোস্টে সর্তক করলে আপনাকে Pitbull ব্যাজ দেওয়া হবে।

Talk Doctor Online in Bissoy App

Pitbull একটি কুকুরের প্রজাতি যা গন্ধ শুকে অপরাধী ধরার জন্য ব্যবহৃত হয়। 

আর Troupers শব্দটি অভ্যস্ত,অভিজ্ঞ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। 
Talk Doctor Online in Bissoy App