Call

হাদিস শব্দের আভিধানিক অর্থঃ : প্রসিদ্ধ আরবী অভিধান লিসানুল আরব , সিহাহ , কামুস এর মধ্যে হাদিস শব্দটি : পুরাতন এর বিপরীত অর্থঃ ্যাৎ "নতুন" অর্থঃ ে উল্লেখ করা হয়েছে । পারিভাষিক সংজ্ঞা : হুজুর (সা:) এর বানী কর্ম , মৌন অনুমোদন এবং তার চারিত্রিক ও শারিরীক গুনাবলীর নাম হাদিস , চাই ইহা নুবওয়ত প্রাপ্তির পূর্বে হউক বা পরে । তদ্রুপ - সাহাবায়ে কিরাম , তাবেয়ীনদের বানী কর্ম ও মৌন অনুমোদনকেও হাদিস বলে । পবিত্র কোরআনে হাদিস শব্দটি ২৬ বার এসেছে , এবং বিভিন্ন অর্থঃ ে ব্যবহ্রত হয়েছে : যেমন : ১। হাদিস শব্দ "কোরআন" এর অর্থঃ হিসেবে: اللَّهُ نَزَّلَ أَحْسَنَ الْحَدِيثِ كِتَابًا مُّتَشَابِهًا مَّثَانِيَ تَقْشَعِرُّ مِنْهُ আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাযিল করেছেন, যা সামঞ্জস্যপূর্ণ, পূনঃ পূনঃ পঠিত। ( সুরাহ যুমার : ২৩ ) ২। কোরআন করীমে হাদিস শব্দটির আরও একটি দৃষ্টান্ত: فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে, তবে তাদের পশ্চাতে সম্ভবতঃ আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন। ( সুরাহ কাহফ : ৬ ) ৩। হাদিস শব্দটি "ঘটনা" বুঝানোর জন্য : وَهَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَى আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি। ( সুরাহ ত্বয়া-হা : ৯ ) ৪। হাদিস শব্দটি "দৃষ্টান্ত" বুঝানোর জন্য : فَقَالُوا رَبَّنَا بَاعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوا أَنفُسَهُمْ فَجَعَلْنَاهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَاهُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ অতঃপর তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের ভ্রমণের পরিসর বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। ফলে আমি তাদেরকে উপাখ্যানে পরিণত করলাম এবং সম্পূর্ণরূপে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিলাম। নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্যে নিদর্শনাবলী রয়েছে। (সুরাহ সাবা ১৯ ) ৫। হাদিস শব্দটি "স্বপ্ন" বুঝানোর জন্য : وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبَوَيْكَ مِن قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَقَ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌ এমনিভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে বাণীসমূহের নিগুঢ় তত্ত্ব শিক্ষা দেবেন এবং পূর্ণ করবেন স্বীয় অনুগ্রহ তোমার প্রতি ও ইয়াকুব পরিবার-পরিজনের প্রতি, যেমন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহীম ও ইসহাকের প্রতি পূর্ণ করেছেন। নিশ্চয় তোমার পালনকর্তা অত্যন্ত জ্ঞানী, প্রজ্ঞাময়। (সুরাহ ইউসুফ : ৬ ) ৬। হাদিস শব্দটি "কথা" বুঝানোর জন্য : وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ যখন নবী তাঁর একজন স্ত্রীর কাছে একটি কথা গোপনে বললেন, ( সুরাহ তাহরীম : ৩ ) ৭। হাদিস শব্দটি "বর্ননা" বুঝানোর অর্থঃ ে : وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন। (সুরাহ আদ দ্বোহা : ১১ ) উপরে উল্লেখিত আয়াতসমূহে "হাদিস" শব্দটি কথা এবং বর্ননা করার অর্থঃ ে এসেছে । সুতরাং ইহা থেকে রসুলুল্লাহ (সা:) এর কথা , বর্ননা ইত্যাদিকেও হাদিস বলা হয় । উত্তর দিয়েছেন : মাওলানা মো: এনামুল হক উলুমুল হাদীস - ২য় বর্ষ । পরীক্ষিত এবং অনুমোদিত মুফতী রফিকুল ইসলাম হাদিস এবং তফসীর বিভাগের প্রধান ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা , ঢাকা - ১২১২ বাংলাদেশ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ