আসসালামুয়ালাইকুম।আমাকে একটু সাহায্য করেন আমার শেষ মাসিক হয় এপ্রিল এর ২ তারিখ।ভালো হওয়ার পর সহবাসের সময় অসাবধানতাবশত ভিতরে আউট হয়ে যায় , তার প্রায় ১২ ঘন্টা পর ১৩ ই এপ্রিল আমি ইমকন খাই। তার কিছু দিন পর ২২ ই এপ্রিল আমার ব্লিডিং হয় আমি ভেবেছিলাম মাসিক শুরু হয়েছে হয়ত। কিন্তু ১/২ ঘন্টার মত হয়ে বন্ধ হয়ে যায় কিন্তু একবারে ফোঁটা ফোঁটা যায় ১ ২ দিন। তারপর আমার আর মাসিক হয় নাই এখনো। এখন এই ব্লিডিং টা কি আমার মাসিক নাকি অন্য কোন কারণে এমন হলো? আর ইমকন খাওয়ার পর ও কি আমার গর্ভবতী হওয়ার কোনো সম্ভাবনা আছে? দয়া করে একটু জানাবেন প্লিজ


শেয়ার করুন বন্ধুর সাথে