Call
মাসিক হয়ে গেলে বাচ্চা গর্ভধারণের কোন সুযোগ থাকেনা। 

ইমারজেন্সি পিল খেলে কি পরের মাসিক এ রক্তের পরিমান কম হতে পারে কিংবা কালার কি চেঞ্জ হতে পারে?পিরিয়ড এর ডেট ৫/৯/২০২৩ তারপর ১৪ তারিখ অনিরাপদ ফিজিকাল হয় এবং ৩০ মিনিট পরে নরিক্স ১ খাওয়ানো হয় ১৯/৯/২০২৩ থেকে ব্লেডিং হয় প্রথমে লালচে পরে কালো বর্ণ এবং আজকে ৩ দিন রক্ত কিছুটা বাদামি রং ব্লেডিং পিরিয়ডের মতোই? কি সমস্যার জন্য রক্তের রং পরিবর্তন এবং প্রেগনেন্সির ঝুকি আছে কিনা?

ইমার্জেন্সি পিল খেলে স্বল্প সময়ের মধ্যে মাসিকের লক্ষণ বা মাসিক শুরু হতে পারে। মাসিক হলে বাচ্চা গর্ভধারণের সম্ভবনা থাকেনা। ইমার্জেন্সি পিল যেহুত একটি হরমোনাল পিল তাই এটি মাসিক ও হরমোনের উপর প্রভাব ফেলবে। যার ফলে মাসিক এ রক্তের পরিমান কম/বেশী হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ