আমার বয়স ২৪, উচ্চতা ৫'৫" এবং ওজন ৫২-৫৩ কেজি। ৫-৬ মাস আগে ৪৮-৪৯ কেজি ছিলাম, মুখের রুচি ও স্বাস্থ্য বাড়াতে ডাক্তারের সরনাপন্ন হলে ডাক্তার আমাকে Megenox (Megestrol Acetate) সিরাপটি ২ ফাইল খেতে বলে। আমি নিয়মিত ২ ফাইল সম্পন্ন করে আলহামদুলিল্লাহ ৪-৫ কেজি ওয়েট গেইন করেছি এবং মুখ একটু গোলগাল হয়েছে। এখন সমস্যা হলো সিরাপটি খাওয়া বন্ধ করে দিলে খাবার রুচি কমে যায় এবং ওজনও কমে আসে আর মুখ চুপসে যায়। তাহলে সিরাপটি কি আমার নিয়মিত খেয়ে যেতে হবে? আর এটা নিয়মিত খেয়ে গেলে কি পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে?


শেয়ার করুন বন্ধুর সাথে