চর্মপীড়ার হোমিওপ্যাথিক চিকিৎসাঃ ---------------------------------------------- হোমিওপ্যাথির পরিভাষায় চর্মরোগ একটি সোরা দোষঘঠিত পিড়ীত অবস্থা। চর্মরোগ কে আমরা চর্মের স্থানীয় রোগ ভেবে ভুল করি। মূলত চর্মরোগ আমাদের চর্মের যে স্থানে প্রকাশিত হয় সেটি সেখানকার স্থানীয় রোগ নয় বরং এটি অভ্যান্তরীণ রোগ। চর্মে শুধু তার প্রকাশ মাত্র। মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান এর ভাষায় আমাদের শরীরে তিন প্রকার মায়াজম বা রোগবীজ আছে। সোরা, সিফিলিটিক ও সাইকোটিক। এই তিন প্রকার রোগবীজ থেকেই মূলত সকল রোগের সৃষ্টি। এই তিনটি রোগবীজের ভেতর "সোরা" থেকেই সর্বপ্রকার চুলকানি, পাচড়া, একজিমা জাতীয় চর্ম রোগের প্রকাশ হয়ে থাকে। তাই অভ্যন্তরীণভাবে সোরা দোষের প্রতিকার ব্যতীত চর্মপীড়া প্রকৃত আরোগ্য হয় না। এবং কোন প্রকার বাহ্য প্রয়োগ বা মলম দ্বারা এই চর্মরোগ দূরীভূত করার চেষ্টা করা হলে তা দূরীভূত না হয়ে বরং চাপা পড়ে নতুন অন্য কোন রোগ আকারে শরীরে প্রকাশিত হয়। সাধারণত বাহ্য প্রয়োগের দ্বারা চর্মপীড়া চাপা দিলে প্রধানত অ্যাজমা বা শ্বাসকষ্ট দেখা দেয়। এছাড়াও কোন কোন ব্যক্তির দীর্ঘদিন যাবৎ পাতলা পায়খানা বা মস্তিষ্ক বিকৃতির মত অসুবিধাও দেখা দেয়। তাই হোমিওপ্যাথি বা সদৃশ বিধান মতে লক্ষণ সাদৃশ্যে, হোমিওপ্যাথিক শক্তিকৃত একক ঔষধ, সূক্ষ্মমাত্রায় প্রয়োগের ফলে এই রোগ সমূলে আরোগ্য হয়ে থাকে। তাই চর্মপীড়া চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসা করুন, সুস্থ থাকুন। 


ডাঃ দীপংকর মন্ডল 

রেজিস্টার্ড হোমিওপ্যাথ 

২২/১২/২০২১

ঘুরে আসুন আমার হোমিওপ্যাথি চিকিৎসা ব্লগ থেকে।

http://iteachhealth.com


শেয়ার করুন বন্ধুর সাথে