গর্ভবতী মায়ের বুকে দুধ না আসলে করণীয় কি
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
গাইনী ডাক্তার এর পরামর্শ নিন 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
সন্তান গর্ভে থাক-কালিন দুধ আশার কোন প্রয়োজন নেই।

কিন্তু সন্তান ডেলিভারির পরে যদি দুধ না আসে তাহলে
নিচের নিয়ম গুলা ফলো করুন:-

১. বারে বারে পরিমাণ মত পানি পান করবেন।
২. তরল খাবার বেশি বেশি খাবেন।
৩. লাউ, পটল, শাপলা, কলমি শাক ইত্যাদি বেশি বেশি খাবেন।
৪. কালো জিরা।
৫. তাজা মাছের ঝোল( সিং মাছ বিশেষ করে)।
৬. পেট খালি রাখা যাবে না।
৭. সন্তান এর সাথে বেশি করে সময় কাটাতে হবে।

এর পরেও দুধের অভাব থকলে মেডিসিন সেবন করতে হবে। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ