Call
ডকুমেন্টের যে অংশের অক্ষর বা লেখার আকার পরিবর্তন করতে হয় প্রথমে সেই অংশটি নির্বাচন করতে হবে। তারপর যে কোন ওয়ার্ড প্রসেসরে টুলবার বা রিবনে ফন্টের নামের পাশে যে B, I, U থাকে তাতে মাউস দ্বারা ক্লিক করতে হবে। তাহলে অক্ষর বা লেখার আকার যথাক্রমে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন হবে। কী বোর্ড এর সাহায্যেও এ কাজটি করা যায়। ডকুমেন্টে অক্ষর বা লেখার আকার বোল্ড করতে হলে কী বোর্ডে Ctrl এবং B কী দুইটি একসাথে চাপতে হবে। লেখা বা অক্ষর ইটালিক করতে Ctrl এবং I কী একসাথে চাপতে হবে এবং আন্ডারলাইন করতে Ctrl এবং U কী দুইটি একসাথে চাপতে হবে। এভাবে ডকুমেন্ট অক্ষর বা লেখার আকার বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করা যায়।
Talk Doctor Online in Bissoy App