Share with your friends
Call
CO2, একটি গ্রিনহাউস গ্যাস। শ্বসন ক্রিয়াকালে সকল জীব CO2, গ্যাস বাতাসে ত্যাগ করে এবং সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় CO2, গ্যাস গ্রহণ করে। বনভূমি ধ্বংস ও গাছপালা নির্বিচারে নিধনের কারণে জীবকুলের ত্যাগ করা সবটুকু CO2, গ্যাস সবুজ উদ্ভিদ গ্রহণ করতে পারে না। যে কারণে বাতাসে CO2, গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
Talk Doctor Online in Bissoy App