Call

উত্তর ঃবাংলা‌দে‌শের সকল বিশ্ব‌বিদ্যালয় এবং এর অধীভুক্ত ক‌লেজগু‌লো‌তে উচ্চ মাধ্য‌মিক পা‌শের পর অব্যব‌হিত দুই বছর পর্যন্ত স্নাতক শ্রেনী‌তে (পাশ কিংবা অনার্স কোর্স) নিয়‌মিত ছাত্র হি‌সে‌বে ভর্তি হওয়া যায়। এরপর আর কোথাও নিয়‌মিত ছাত্র হি‌সে‌বে ভ‌র্তি হওয়ার সু‌যোগ নেই। ত‌বে এইচ এস সি পা‌শের পর লেখাপড়ায় বির‌তি পড়‌লে অ‌নিয়‌মিত ছাত্র হি‌সে‌বে ‌ডিগ্রী কো‌র্সে প্রাই‌ভেট প‌রীক্ষা দেওয়া যায়। উন্মুক্ত বিশ্ব‌বিদ্যালয়ে যে কোন বয়‌সে পড়ার সু‌যোগ র‌য়ে‌ছে। এছাড়া বি‌ভিন্ন বিশ্ব‌বিদ্যাল‌য়ে ই‌ভি‌নিং প্রগ্রা‌মে অ‌নিয়‌মিত শিক্ষার্থী‌দের নি‌র্দিষ্ট ক‌য়েক‌টি কো‌র্সে উচ্চ মূ‌ল্যের কোর্স ফি এর বি‌নিম‌য়ে ভ‌র্তির সু‌যোগ র‌য়ে‌ছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ