মেয়ের বাবা মা রাজি না থাকলে তো বিয়ে শুদ্ধ হবেনা। 
তখন বিয়ের পরেও পাপাচার হতেই থাকবে। 
মাত্র ৬-৭ দিন কথা হয়েই বিয়ে করার চিন্তা না করাই বেটার।
আর কথাবার্তা বন্ধ রাখা উচিত। 
★ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে নারী তার (পুরুষ) অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল।”[ তিরমিযি (১০২১)]
 ★“অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।” [সহীহ আল জামে (হাদিছ নং ৭৫৫৮)]।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ