টিমলল মেলিয়েট (Timolol) এ আছে Tetracycline (Oral preparation) (টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড (Oral preparation))। টিমলল মেলিয়েট (Timolol) এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, মাত্রা ও সেবনবিধি, সতর্কতা, মিথষ্ক্রিয়া, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার, মাত্রাধিক্যতাঃ

টেট্রাসাইক্লিন একটি বিস্তৃত বর্ণালীর এন্টিবায়োটিক যা বহুবিধ গ্রাম নেগেটিভ ও গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, রিকেটসিয়া, ক্লামাইডিয়া, মাইকোপ্লাজমা এবং কিছু প্রটোজোয়ার বিরুদ্ধে কার্যকর।

টেট্রাসাইক্লিন জীবণুর ৩০ এস রাইবোজোমের সাতে বন্ধনের মাধ্যমে আমিষ সংশ্লেষণে বাধা প্রদান করে জীবাণুর বংশ বৃদ্ধি রোধে করে।

কাজ

ব্রণ (একনি ভালগারিস), রিকেটসিয়াজনিত সংক্রমণ, লিম্ফোগ্রানুলােমা ভিনিরিয়াম, ননগনােকক্কাল ইউরেথ্রাইটিস, ক্লামাইডিয়াল সংক্রমন, নিউমােনিয়া, পেলভিক প্রদাহ, কলেরা, পুনঃ সংক্রমিত জ্বর, লাইম রােগ, প্রােস্টাটাইটিস, ব্রংকাইটিস, যেসব রােগীর পেনিসিলিনে অতিসংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে সিফিলিসের বিকল্প চিকিৎসা হিসেবে এবং এ্যানেরােবিক সংক্রমণে।

থেরাপিউটিক ক্লাস

Tetracycline Group of drugs

মাত্রা ও সেবনবিধি

  • বয়স্কদের ক্ষেত্রে: ১-২ গ্রা. প্রতিদিন ২-৪ টি বিভক্ত মাত্রায়।
  • ৮ বছরের উর্দ্ধে: ২৫-৫০ মি.গ্রা./কেজি, প্রতিদিন ২-৪ টি বিভক্ত মাত্রায়।

পার্শ্ব প্রতিক্রিয়া

হাড়ের বৃদ্ধি ব্যহত করতে পারে। দাঁতের বৃদ্ধির সময় (গর্ভকালের শেষার্ধে, নবজাতক অথবা শৈশবে) ব্যবহারে দাঁতের চিরস্থায়ী বর্ণ পরিবর্তন ঘটতে পারে। মুখে গ্রহণ করার পর এপিগ্যাস্ট্রিক সমস্যা এবং বমি ভাব দেখা দিতে পারে। রেচন অকার্যকারিতায় টেট্রাসাইক্লিন এ্যাজোটেমিয়া বৃদ্ধি করে। ক্যানডিডা সংক্রমণ এবং ইসােফেগাল ক্ষত হতে পারে।

সতর্কতা

বৃক্কের অতীব অকার্যকারিতায় ইহা পরিপাক করা উচিৎ। রক্ষ রসে টেট্রাসাইক্লিনের আধিক্য অনেক সময় এজোটামিয়া, হাইপার ফসফেটেমিয়া এবং এসিডোসিস সৃষ্টি করতে পারে।

ঔষধের মিথষ্ক্রিয়া

Impaired absorption with antacids containing divalent and trivalent cations (e.g. Al, Ca, Mg), Fe, Zn and Na bicarbonate preparations, kaolin-pectin, bismuth subsalicylate, sucralfate, strontium ranelate, colestipol and colestyramine. May interfere with the bactericidal action of penicillin. May potentiate the effect of anticoagulants. May decrease efficacy of oral contraceptives. Nephrotoxic effects may be exacerbated by diuretics or other nephrotoxic drugs. May increase the hypoglycaemic effect of insulin and sulfonylureas in patients with DM. May increase toxic effects of ergot alkaloids and methotrexate.

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার

গর্ভধারণ কাল, স্তন্যদানকালীন সময়ে সেবন করা যাবে না। ৮ বছরের কম বয়সী (কারও কারও মতে ১২ বছর) শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

প্রতিলক্ষণ

  • অতি সংবেদনশীলতা, সিস্টেমিক লক্ষণপাস ইরাইথেমেটোসাস আক্রান্ত রােগীদের ক্ষেত্রে পরিহার করা উচিত।
  • মূত্রের মারাত্মক অপর্যাপ্ততা এবং যকৃতের কার্যকারিতায় সমস্যা থাকলে উচ্চমাত্রা পরিহার করতে হবে।
  • ইরাইথ্রোমাইসিন, ক্লোরামফেনিকল ইত্যাদির সাথে ব্যবহার করা উচিত নয়।

সংরক্ষণ

20-25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সঞ্চয় করুন।


শেয়ার করুন বন্ধুর সাথে