টলটেরােডিন টারট্রেট (Tolterodine) এ আছে Tolterodine (টলটেরােডিন টারট্রেট)। টলটেরােডিন টারট্রেট (Tolterodine) এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, মাত্রা ও সেবনবিধি, সতর্কতা, মিথষ্ক্রিয়া, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার, মাত্রাধিক্যতাঃ

Tolterodine is a competitive, specific muscarinic receptor antagonist which exhibits a selectivity for the urinary bladder over salivary glands, which have been demonstrated in non clinical pharmacological in vivo studies. Tolterodine has a high specificity for muscarinic receptors. A major active metabolite (5-hydroxymethyl derivative) of tolterodine exhibits a pharmacological profile which is similar to that of the parent compound. In extensive metabolisers this metabolite contributes significantly to the therapeutic effect of tolterodine. The effect of treatment can be expected within 4 weeks.

কাজ

নিম্নলিখিত উপসর্গ সহ মূত্র থলির অতি কার্যকারিতায় নির্দেশিত, যেমন - মূত্রত্যাগের জরুরীভাব, ঘন ঘন মূত্রত্যাগ এবং মূত্র ধারণের ক্ষমতা হাস।

থেরাপিউটিক ক্লাস

BPH/ Urinary retention/ Urinary incontinence

মাত্রা ও সেবনবিধি

২ মি.গ্রা. দিনে দুবার।

পার্শ্ব প্রতিক্রিয়া

মুখ গহ্বরের শুষ্কতা, অজীর্ণতা এবং ল্যাক্রিমাল গ্রন্থির নিঃসরণ হ্রাস করে।

সতর্কতা

নিম্নে উলেখিত রােগীদের ক্ষেত্রে টলটেরােডিন সতর্কতার সাথে ব্যবহার করতে হবে:

  • যাদের মূত্র জমে থাকার ঝুঁকি রয়েছে,
  • যাদের পরিপাকতন্ত্রের সংকোচন-প্রসারণ কমে যাওয়ার ঝুঁকি রয়েছে,
  • বৃক্কের অকার্যকারিতা এবং যকৃতের অকার্যকারিতা।

ঔষধের মিথষ্ক্রিয়া

Pharmacokinetic interactions are possible with other drugs metabolised by or inhibiting cytochrome P450 2D6 (CYP2D6) or CYP3A4. Concomitant treatment with fluoxetine does not result in a clinically significant interaction.

Ketoconazole, a potent inhibitor of CYP3A, significantly increased plasma concentrations of tolterodine when coadministered to poor metabolisers (i.e. persons devoid of CYP2D6 metabolic pathway).

Clinical studies have shown no interactions with warfarin or combined oral contraceptives (ethinyloestradiol or levonorgestrel).

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার

গর্ভস্থ শিশুর ঝুঁকির মাত্রা বিবেচনা করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অধিক জরুরী বিবেচিত হলে, ব্যবহার করা উচিত। স্তন্যদানকালে এড়িয়ে চলা উচিত।

মাত্রাধিক্যতা

Overdosage with Tolterodine Tartrate capsules can potentially result in severe central anticholinergic effects and should be treated accordingly. ECG monitoring is recommended in the event of overdosage.

প্রতিলক্ষণ

মূত্র ধারণের ক্ষমতা হ্রাসপ্রাপ্ত, নিয়ন্ত্রণহীন ন্যারাে এঙ্গেল গ্লুকোমায় আক্রান্ত এবং টলটেরােডিন বা এর যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল রােগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না।

বিশেষ সতর্কতা

Pediatric use: Safety and effectiveness of tolterodine in children have not been established.

Geriatric use: No overall differences in safety were observed between the older and youngerpatients treated with Tolterodine.

অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া

কিটোকোনাজল, ওয়ারফেরিন এবং মুখে সেব্য সমন্বিত জন্মনিয়ন্ত্রণকারী।

সংরক্ষণ

Store in a cool and dry place. Protect from light. Keep out of the reach of children.


শেয়ার করুন বন্ধুর সাথে