থায়ােপেন্টাল সােডিয়াম (Thiopental) এ আছে Thiopental (থায়ােপেন্টাল সােডিয়াম)। থায়ােপেন্টাল সােডিয়াম (Thiopental) এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, মাত্রা ও সেবনবিধি, সতর্কতা, মিথষ্ক্রিয়া, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার, মাত্রাধিক্যতাঃ

Thiopental, a barbiturate, is used for the induction of anesthesia prior to the use of other general anesthetic agents and for induction of anesthesia for short surgical, diagnostic, or therapeutic procedures associated with minimal painful stimuli. Thiopental is an ultrashort-acting depressant of the central nervous system which induces hypnosis and anesthesia, but not analgesia. It produces hypnosis within 30 to 40 seconds of intravenous injection. Recovery after a small dose is rapid, with some somnolence and retrograde amnesia. Repeated intravenous doses lead to prolonged anesthesia because fatty tissues act as a reservoir; they accumulate Pentothal in concentrations 6 to 12 times greater than the plasma concentration, and then release the drug slowly to cause prolonged anesthesia

Thiopental binds at a distinct binding site associated with a Cl-ionopore at the GABAA receptor, increasing the duration of time for which the Cl-ionopore is open. The post-synaptic inhibitory effect of GABA in the thalamus is, therefore, prolonged.

কাজ

নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত • জেনারেল অ্যানেসথেসিয়ার সূচনায় • স্বল্প সময়ের অ্যানেসথেসিয়ার জন্য • বেড়ে যাওয়া ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কমিয়ে আনার জন্য • স্ট্যাটাস এপিলেপটিকাস।

থেরাপিউটিক ক্লাস

General (Intravenous) anesthetics

মাত্রা ও সেবনবিধি

  • জেনারেল অ্যানেসথেসিয়ার সূচনায়: প্রাপ্ত বয়স্ক: আইভি ইঞ্জেকশনের মাধ্যমে সাধারণত ২.৫% (২৫ মি.গ্রা./ মি.লি.) সলিউশন প্রয়ােগ করতে হবে।
  • পূর্বে ওষুধ প্রয়ােগকৃত বয়স্ক রােগীদের জন্য প্রাথমিকভাবে ১০-১৫ সেকেন্ড ধরে ১০০-১৫০ মি.গ্রা. প্রয়ােগ করতে হবে, পরবর্তীতে প্রয়ােজন অনুসারে ৩০-৬০ সেকেন্ড পর ৪ মি.গ্রা./কেজি হারে প্রয়ােগ করা যেতে পারে (সর্বোচ্চ ৫০০ মি.গ্রা.)।
  • শিশু: অ্যানেসথেসিয়ার সূচনায় ২-৭ মি.গ্রা./কেজি হারে প্রয়ােগ করতে হবে।
  • ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কমানাের জন্য আইভি ইঞ্জেকশনের মাধ্যমে ১.৫-৩ মি.গ্রা./কেজি হারে প্রয়ােগ করতে হবে।
  • স্ট্যাটাস এপিলেপটিকাস: আইভি ইঞ্জেকশনের মাধ্যমে ২.৫% (২৫ মি.গ্রা./কেজি) সলিউশন, ৭৫১২৫ মি.গ্রা. একক ডােজ এ প্রয়ােগ করতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া

Hypersensitivity reactions have been reported. Other adverse reactions to thiopental sodium include the followings: respiratory depression, myocardial depression, cardiac arrhythmias, prolonged somnolence and recovery, hypotension, tachycardia, sneezing, coughing, bronchospasm, laryngospasm and shivering. Anaphylactic reactions have been reported. Symptoms, e.g., urticaria, bronchospasm, vasodilation and edema.

সতর্কতা

A person competent in anesthesia management should be in constant attendance and adequate facilities for support of respiration and circulation should be available when Thiopental Sodium for injection is being used. Thiopental Sodium for Injection should be administered with caution to patients with preexisting hypotension or in conditions where the hypnotic effect may be prolonged or intensified, such as in the presence of liver disease and renal disease.

This product may be habit forming. Keep resuscitative and endotracheal intubation equipment and oxygen readily available. Maintain patency of the airway at all times. Only persons qualified in the use of anesthetics should administer this drug. Avoid extravasations or intra-arterial injection.

ঔষধের মিথষ্ক্রিয়া

Possible increase in difficulty in producing anaesthesia in patients taking alcohol or CNS depressants. Additive action with other CNS depressants including sedatives, hypnotics, nitrous oxide or alcohol. Increased hypotension and excitatory effects with phenothiazine antipsychotics. Increased hypnotic effect with antipsychotic. Decreased requirement of thiopental sodium with metoclopramide, sulfisoxazole, aspirin, meprobamate, probenecid and other highly protein bound drugs.

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার

প্রেগনেন্সি ক্যাটগরি সি। বেশি ডােজে থায়ােপেন্টাল সােডিয়াম প্লাসেন্টা বাধা অতিক্রম করতে পারে এবং অল্প পরিমানে মায়ের দুগ্ধে নিঃসৃত হতে পারে।

মাত্রাধিক্যতা

Overdosage may occur from too rapid or repeated administration. Too rapid injection may be followed by an alarming fall in blood pressure even to shock levels. Apnoea, occasional laryngospasm, coughing and other respiratory difficulties with excessive or too rapid injections may occur. In the event of suspected or apparent overdosage, the agent should be discontinued.

প্রতিলক্ষণ

রেসপিরেটরি ডিপ্রেশন, মায়ােকার্ডিয়াল ডিপ্রেশন, অস্বাভাবিক হৃদস্পন্দন, মাথা ঝিমঝিম করা, হাঁচি, কাশি, শ্বাসনালীর সংকোচন।

সংরক্ষণ

Store at controlled room temperature of 15°C to 30°C. Solutions should be freshly prepared and used immediately. Any portion of the contents remaining should be discarded.


শেয়ার করুন বন্ধুর সাথে