আমাদের SSC পরিক্ষার আগে পারিজাত স্যারের কোচিং সেন্টারে স্যারের পক্ষ থেকে একটি ছোট পরিসরে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়, পারিজাত স্যার ছিলেন আমাদের গনিতের শিক্ষক। অনুষ্ঠান শেষে তিনি ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। তিনি বলেন একজন শিক্ষক কখনো ছাত্রদের কাছে বেশি কিছু আশা করেনা, শিক্ষক এবং ছাত্রদের মধ্যকার সম্পর্কটা হয় মুলত আবেগের। যখন একজন ছাত্র ভালো রেজাল্ট করে A+ পায়, অথবা গোল্ডেন A+ প্লাস পায় তখন শিক্ষক গর্ভের সাথে বলতে পারে আমার ছাত্র ( রাহাত, ফয়সাল, রবিন ইত্যাদি) A+ পেয়েছে। অথবা যখন কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেশের কোন সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় তখন শিক্ষক বুক ফুলিয়ে বলতে পারে সে আমার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। অনেক বছর পরেও যখন কোন একজন ছাত্রের করা কোন একটা ভালো কাজ বা ভালো আচরন অন্যের দ্বারা প্রসংশিত হয় তখন শিক্ষকের মনটা অনেক বর হয়ে যায়। তায় তোমাদের কাছে আসা করবো তোমরা এমন কিছু করতে পারবে যেন আমি গর্ভের সাথে বুক ফুলিয়ে বলতে পারি এরা আমার ছাত্র।

SSC পরিক্ষা শেষ হয়েছে যে দুই বছরের বেশি হতে চলেছে, এখনো স্যারের সাথে কোথাও দেখা হলে অথবা বন্ধুদের আড্ডার ছলে স্যারের কথা উঠলে, স্যারের সেই আবেকঘন কথাগুলি মনে পরে যায়। 

আপনি চাইলেই আপনার সংক্ষিপ্ত বক্তব্যে উপরের বিষয় গুলি অন্তর্ভুক্ত করতে পারবে, যা আপনার বক্তব্যকে আরো৷ সু-মধুর করবে।    
 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ