শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথমত আপনি মঞ্চে আরোহণ করে সবাইকে সালাম শ্রদ্ধা জানাবেন তারপর শুরু করবেন বিদায়ী ভাষণ"তব বিদায়ের প্রান্তরে এসে দাঁড়াতে হয় মোরে বারে বারে" হ্যাঁ সত্যিই আজ এই বিদায় শব্দটি যেন আরো কোন তিন অক্ষরের একটা শব্দ নয়,যেন বুকের উপর একটা পাহাড় চেপে পড়া, আজ সত্যিকারে বুঝতে পারছি বিদায় কি,আর অনুভব করতে পারতেছি এর গভীরতা,আজ এমন একটি দিন যেদিন এ বিদায় দিতে হবে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই-বোনদের, ভুলে যেতে হবে তাদের স্নেহের শাসন আর ভালোবাসায়, বাস্তবতার কাছে আজ আমাদেত হার মানতে হচ্ছে,যাদের পদ-চারণায় এই বিদ্যালয় প্রাংগণ পেয়েছিল সস্তিত :নি:শ্বাস  আজ তাদের কে বিদায় দিতে হবে, "যেতে নাহি দিতে চাই,তবু যেতে দিতে হয়" এই বাক্যের কাছে নতি স্বীকার করে আজ তোমাদের বিদায় দিতে হবে,জীবনের তাড়নায়,আর সামনে এগুনোর পথে প্রশস্ত করতে,ভাইয়া-আপুরা আমরা তোমাদের ভালোবাসায় সিক্ত, জানিনা কতটুকু সন্মান দিতে পেরেছি তোমাদের, যদি মনের অজান্তে কখনো কষ্ট দিয়ে থাকি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখ আমাদের,আর তোমাদের জন্য রইল শুভ কামনা, তারপর সালাম জানিয়ে বক্তব্য শেষ করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ