Emmmmmei

Call

আসসালামু আলাইকুম ❤️


সঠিক গাইডলাইন না থাকলে কখনো কোনো কিছুতেই জয়ী হওয়া যায় না।  ফ্রিল্যান্সিং অনলাইনে এমন একটা প্লাটফর্ম যেখানে দক্ষতা ছাড়া টিকে থাকা মুশকিল । ফ্রিল্যান্সিং এ প্রবেশ করতে হলে আপনাকে আগে অবশ্যই দক্ষতা প্রয়োজন হবে ।   আপনি যে বিষয়ের উপর কাজ করবেন ধরেন ওয়েব ডিজাইন, বা  ডিজিটাল মার্কেটিং যেটাই করেন না কেন তার ওপর  আপনার দক্ষতা থাকতে হবে। ধরেন আপনার কাছে আমি একটা প্যান্ট বানাতে দিয়েছি  কিন্তু আপনি প্যান্টটা ঠিকমত তৈরি করতে পারলেন না একটা পা শট আরেকটা পা লম্বা রাখলেন বা প্যান্ট টাইট ফিটিং বেশি করে ফেললেন তাহলে কিন্তু পরের বার আমি আর আপনার কাছে প্যান্ট বানাতে যাব না   যে ভালো প্যান্ট বানাতে পারে আমি তার কাছে যাব সুতরাং ফ্রিল্যান্সিংয়ে ও তেমন   ধরেন বিদেশি একজন বাইয়ার  আপনার কাছে একটা লোগো তৈরী করতে দিল  কিন্তু লোগোটা আপনি তার পছন্দমতো তৈরি করতে পারলেন না  তাহলে কিন্তু সেই বায়ার আপনাকে আর কোন কাজ দিবে না  তখন ডিপ্রেশনে চলে যাবেন  নতুন আর কোন কাজ পাবেন না সুতরাং নিজ কাজের ওপর দক্ষতা থাকতে হবে আর ধেয্য থাকতে হবে না হলে টিকতে পারবেন না.... 


প্রথমে ফ্রিল্যান্সি করতে হলে আপনার যা যা লাগবে  

১/ একটা ল্যাপটপ অথবা কম্পিউটার পিসি 

২/ ভালো একটা ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার  এ ভর্তি হবেন এবং  সেখানে যে কাজটা শিখবেন যতদিন শিখবেন ঠিক ততদিন মন দিয়ে শিখবেন একটুও ফাঁকি দিবেন না তাহলে পরে আপনিও ফাঁকিতে পড়বেন। 

৩/ আর বাকি কি কি করতে হবে সব ট্রেনিং সেন্টার থেকে শিখিয়ে দিবে.... 


ভাগ্য আপনার সাথে থাকুক 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ