Call

কুরবানীর মর্যাদা নির্ভর করে বান্দার আত্মত্যাগের উপর। আল্লাহ পাক তার প্রিয় বান্দাকে কুরবানীর মাধ্যমে যাচাই করেন যে সে তার রব উনার প্রতি কতটা ত্যাগ স্বীকার করেন। আপনি জানতে চেয়েছেন যে একজন ব্যক্তি একক ভাবে নাকি শরীকভাবে কুরবানী দিলে সেটি তার জন্য উত্তম হবে। এর উত্তর হলোঃ একক ভাবে কুরবানী করা উত্তম। এবং উক্ত কুরবানীকৃত পশুটি নিজে লালল-পালন করে কুরবানী করা অধিকতর উত্তম, সেটি গরু/মহিষ/ছাগল/ভেড়া যা হোক । নিম্নোক্ত হাদিস শরীফ ও ফক্কিহগনের মতামত গুলো লক্ষ্য করুনঃ-




  • উটের মধ্যে ভাগ দেয়ার চেয়ে ভেড়া বা ছাগল দিয়ে কুরবানী করা উত্তম। কেননা কুরবানীতে রক্তপাতটাই উদ্দিষ্ট। আর একাকী কুরবানীকারী (একটি পশুর) সম্পূর্ণ রক্তপাত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাছিল করেন। গানাম (ভেড়া-ছাগল) শ্রেণীর প্রাণীর মধ্যে কাবশ (প্রাপ্তবয়স্ক ভেড়া) সর্বোত্তম। যেহেতু ‘কাবশ’ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কুরবানীর পশু। এবং কাবশ এর গোশতও ভাল।”[আল-মুগনী (১৩/৩৬৬)
  • জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমরা হুদাইবিয়া নামক জায়গাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর সাথে একটি উটে সাতজন অংশীদার হয়ে এবং একটি গরুতেও সাতজন অংশীদার হয়ে কুরবানী সম্পন্ন করেছি। [সহীহ্, ইবনু মা-জাহ-৩১৩২]

★★ আপনি উভয় ভাবেই কুরবানী দিতে পারবেন। কিন্তু উত্তম হবে নিজে পশু লালন পালন করে একক ভাবে কুরবানী দেওয়া। এতে আত্মত্যাগ বেশী প্রকাশিত হবে। তবে সাত ভাগে কুরবানীর কথা যেহুত সুন্নাহ সমর্থিত এটিও উত্তম। তবে উত্তম ও অধিকতর উত্তমের মধ্যে পার্থক্য। আশা করি উত্তর পেয়ছেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ