শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সাধারণত হাসি তিন প্রকার।

১. তাবাসসুমঃ মৃদু বা মুচকি হাসি। এ হাসিতে শব্দ হয় না। নবী করিম (সাঃ) সদাসর্বদা মুচকি হাসতেন। এ হাসিই উম্মতের জন্য সুন্নত এবং উত্তম।

২. জিহকঃ এ হাসিতে দাঁত দেখা যায় ও শব্দ হয়। এ প্রকারের হাসিতে অনেক সময় ব্যক্তির ভাবমর্যাদা ক্ষুণ হয়।

৩. কাহকাহাঃ এ হাসি হলো অট্টহাসি। এটি হচ্ছে নির্লজ্জ লোকদের হাসি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ