emi নেয়ার প্রথম শর্ত হচ্ছে আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে। যখন আপনি emi নিবেন তখন ব্যাংক সমপরিমাণ অর্থ ফ্রিজ করবে অর্থাৎ ওই পরিমাণ অর্থ আপনি ব্যবহার করতে পারবেন না। ধরুন আপনার ক্রেডিট কার্ড লিমিট 1লাখ টাকা। আপনি যদি 60 হাজার টাকা emi নেন তাহলে আপনার emi এর 60 হাজার  টাকা ফ্রিজ করে  হবে এবং আপনার ক্রেডিট কার্ড লিমিট হবে 40 হাজার।  প্রতি মাসে আপনার ক্রেডিট কার্ড স্টেটমেন্ট এ আপনার বিল এ ওই emi এর মাসিক কিস্তি যোগ হবে। অর্থাৎ আপনি প্রতি মাসে আপনার বিল পে করবেন। আর কিস্তির সমপরিমাণ অর্থ আনফ্রিজ করা হবে। যদি আপনি প্রথম মাসে 5 হাজার পে করেন তাহলে আপনার ক্রেডিট লিমিট হবে 40+5 অর্থাৎ 45 হাজার।  এভাবে পুরো টাকা পরিশোধ করলে আপনার ক্রেডিট কার্ড লিমিট ধীরে ধীরে আবারও 1লাখ হবে। কিন্তু মনে রাখতে হবে যে ক্রেডিট কার্ড ব্যতিত আপনি emi নিতে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ