Jobedali

Call

আপনার স্ত্রীর যৌন মিলনের প্রতি অনাগ্রহ থাকা, অস্বাভাবিক কোন ঘটনা না। মানসিক ও শারীরিকভাবে আকর্ষণ অনুভব না করতে পারলে যৌন মিলনের ইচ্ছা কমে যায়। যদিও এটি কোন নির্দিষ্ট লিঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য না। তবে পুরুষের তুলনায় নারীরা তাদের যৌন সমস্যা নিয়ে কথা বলতে কম আগ্রহী।

আমাদের সামাজিক অবস্থা এমন যে, একজন পুরুষ নির্দ্বিধায় যৌন আলোচনা করতে পারবে কিন্তু একজন নারী এই বিষয়ে খোলামেলা আলোচনা করাকে নিরুৎসাহিত করা হয়। তাই, যখন একজন স্ত্রী যৌন মিলনে আগ্রহ হারিয়ে ফেলেন, তখন কখনো কখনো স্বামীর পক্ষে তা বোঝাও কঠিন হয়ে যায়।

এই পরিস্থিতিতে, তার সহায়ক হতে হবে এবং তার আগ্রহ ফিরে পেতে সাহায্য করতে হবে। এখানে হারানো আবেগ পুনরুজ্জীবিত করা যেতে পারে যে কিছু তথ্য দেওয়া আছে-

একঘেয়েমি কাটান

একঘেয়েমি যৌন উত্তেজনা হারানোর একটি বড় কারণ। এটা কাটানোর জন্য ভিন্ন কিছু করতেপারেন। তাকে নিয়ে বাইরে ঘুরে আসতে পারেন কিংবা আপনাদের রুমটিকে সুন্দর করে সাজাতে পারেন।

দৃশ্য পরিবর্তন

আপনি যদি সেই যুগলদের মধ্যে একজন হয়ে থাকেন, যারা কিনা দিনের পর দিন একই রুমে যৌন মিলন করে যাচ্ছেন তাহলে আপনার সঙ্গীর আগ্রহ কমে জাওয়াটাই স্বাভাবিক। উত্তেজনা বাড়ানোর জন্য দৃশ্য পরিবর্তন করুন, অন্য রুমে যান। তাকে কোন একটি টেবিলের উপরে নিয়ে বসান বা সোফায় শুয়ে যৌন মিলন করতে পারেন।

লুব্রিকেন্ট ব্যবহার

এটি একটি সাধারণ সমস্যা। অনেক নারী প্রাকৃতিক লুব্রিকেন্টের অভাবের মুখোমুখি হয়, যা যৌন মিলনে বেদনাদায়ক অভিজ্ঞতা দেয়। একটি ভাল মানের লুব্রিকেন্ট ব্যবহার করে এই সমস্যা সমাধানের সাহায্য করতে পারেন।

ফ্লার্ট করুন

দম্পতি বিয়ে করে ভুলে যায় কিভাবে ফ্লার্টিং একটি আনন্দদায়ক কার্যকলাপ হতে পারে। কৌতুকপূর্ণ ফ্লার্ট মুড তৈরি করে উত্তেজনা বাড়ানো যায়। তার পাশে বসেই তাকে দুষ্টু ম্যাসেজ পাঠানো, তার চুল নিয়ে খেলা করা ইত্যাদি তার মেজাজ পাল্টে দিতে পারে।

কথা বলুন

যখন কোন কিছু কাজ করবে না, তখন তার পাশে বসে তার সব কথা ভালো করে শুনুন। তার কি কি সমস্যা হচ্ছে তা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। শারীরিক বা মানসিক সমস্যা হতে পারে। সেগুলো সমাধান করার চেষ্টা করুন।

বিশেষজ্ঞের সাহায্য

যদিও এসব সমস্যা নিয়ে কেউই খোলামেলা আলোচনা করতে পছন্দ করে না। তারপরও আপনার সঙ্গীর যদি শারীরিক বা মানসিক সমস্যা থাকে, তাহলে চিকিৎসার মাধ্যমে তা সমাধান করা সম্ভব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ