শেয়ার করুন বন্ধুর সাথে

লম্বা মানে

লম্বা [ lambā ] বিণ. 1 দীর্ঘ, সামনে প্রসারিত, উপরে বা নীচে বিস্তৃত (লম্বা লোক, লম্বা পথ, দুহাত লম্বা); 2 দীর্ঘকালব্যাপী (লম্বা দিন, লম্বা ঘুম); 3 (আল.) ধরাশায়ী (লম্বা হওয়া, পিটিয়ে লম্বা করা); 4 দম্ভপূর্ণ (লম্বা লম্বা কথা)।;☐ বি. 1 দৈর্ঘ্য (লম্বায় দশ হাত); 2 ঝুল (জামাটা লম্বায় খাটো)।;[সং. √ লম্ব্ + বাং. আ]।;লম্বাই বি. 1 দৈর্ঘ; 2 ঝুলের মাপ।;লম্বাই-চওড়াই বি. 1 দৈর্ঘ ও প্রস্হের মাপ; 2 দম্ভপূর্ণ উক্তি (অনেক লম্বাই-চওড়াই বলে গেল); 3 আস্ফালন।;লম্বা করা ক্রি. বি. 1 প্রসারিত করা; 2 বাড়ানো; 3 (আল.) প্রহার দিয়ে ধরাশায়ী করা।;লম্বাচওড়া বিণ. দীর্ঘদেহী এবং স্বাস্হ্যবান।;লম্বা চাল বি. অতিরিক্ত আড়ম্বর।;লম্বাটে বিণ. লম্বা ধরণের; কিছুটা লম্বা।;লম্বা দেওয়া ক্রি. বি. দ্রুত ছুটে পালানো; চম্পট দেওয়া।;লম্বালম্বি ক্রি-বিণ. দৈর্ঘ্যের দিকে অনুদীর্ঘভাবে (চাদরটাকে লম্বালম্বি পাতো)।;লম্বা হওয়া ক্রি. বি. 1 প্রসারিত হওয়া; 2 বাড়া, বেড়ে ওঠা; 3 দীর্ঘ হওয়া; 4 (আল.) হাত-পা ছড়িয়ে শুয়ে পড়া।;[লম্‌বা] (বিশেষণ) ১ দীর্ঘ; ঢ্যাঙ্গা; প্রসারিত বিস্তৃত (দুহাত লম্বা, লম্বা মানুষ, লম্বা পথ)। ২ দীর্ঘ সময় স্থায়ী (লম্বা দিন, লম্বা ঘুম)। ৩ (আলঙ্কারিক) ধরাশায়ী; মাটিতে শুয়ে পড়া (লম্বা হওয়া)। ৪ অহঙ্কারপূর্ণ; দম্ভভরা (লম্বা কথা)। □ (বিশেষ্য) ১ দৈর্ঘ্য (লম্বায় পাঁচ গজ)। ২ ঝুল (লম্বায় খাটো জামা)। লম্বাই (বিশেষ্য) ১ দৈর্ঘ্য। ২ ঝুলের মাপ; লম্বা দিকের মাপ। লম্বাই-চওড়াই (বিশেষ্য) ১ দৈর্ঘ্য ও প্রস্থের মাপ। ২ দম্ভোক্তি; অহঙ্কারপূর্ণ উক্তি; আস্ফালন (যে তাঁর উপর লম্বাই চওড়াই করিবে-রাজশেখর বসু (পরমু))। লম্বা করা (ক্রিয়া) ১ প্রসারিত; করা; দীর্ঘ করা; বাড়ানো। ২ (আলঙ্কারিক) খুব প্রহার করা। লম্বাচাল (বিশেষ্য) অবস্থার অতিরিক্ত সমারোহ বা আড়ম্বর প্রদর্শন। লম্বাটে (বিশেষণ) ১ লম্বা ধরনের বা ছাঁদের। ২ কিছু পরিমাণে লম্বা। লম্বা দেওয়া (ক্রিয়া) দ্রুত ছুটে পালোনো; চম্পট দেওয়া। লম্বা দৌড় (বিশেষ্য) দীর্ঘপথে একটানা দৌড়। লম্বালম্বি (ক্রিয়াবিশেষণ) হাত-পা ছড়িয়ে। {(তৎসম বা সংস্কৃত) √লম্ব্‌+ (বাংলা) আ};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ