শেয়ার করুন বন্ধুর সাথে

দক্ষিণ, দখিন মানে

[দোক্‌খিন্‌, দোখিন্‌] (বিশেষ্য) ১ উত্তর দিকের বিপরীত দিক (দক্ষিণে যাওয়া)। ২ ডান (দক্ষিণ হস্ত)। □ (বিশেষণ) ১ দক্ষিণ দিক বা দেশ সংক্রান্ত; দক্ষিণ দিকে গমনশীল (দখিন পবন বহে-বিদ্যাপতি; আজি দখিন দুয়ার খোলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অনুকূল; উদার; প্রসন্ন দাক্ষিণ্যযুক্ত। □ (বিশেষ্য) (বিশেষণ) যুগপৎ বহু নায়িকায় অনুরক্ত যে নায়ক (অনুকূল পতি যদি হয় প্রতিকূল। ধৃষ্ট শঠ দক্ষিণ না হয় তার তুল-ভারতচন্দ্র রায়গুণাকর; দক্ষিণ নায়ক)। □ (বিশেষ্য) যম; মৃত্যু (গেলে দক্ষিণের মুখে দেখা নাই আর-রবীন্দ্রনাথ ঠাকুর)। দক্ষিণ পবন (বিশেষ্য) দক্ষিণ দিক হইতে প্রবাহিত বায়ু: মলয় বায়ু। দক্ষিণ-পশ্চিম (বিশেষ্য) নৈঋ©তকোণ নামক দিক। দক্ষিণ-পূর্ব (বিশেষ্য) অগ্নিকোণ নামক দিক। দক্ষিণমেরু, দক্ষিণকেন্দ্র (বিশেষ্য) পৃথিবীর দক্ষিণ প্রান্ত; কুমেরু; south pole। দক্ষিণ-সমুদ্র (বিশেষ্য) লবণ সমুদ্র; দক্ষিণ দিকে অবস্থিত সমুদ্র। দক্ষিণ হস্ত (বিশেষ্য) ১ ডানহাত। ২ ((আলঙ্কারিক)) প্রধান সহায়; বড় অবলম্বন। দক্ষিণ হস্তের ব্যাপার (বিশেষ্য) ভোজন। {(তৎসম বা সংস্কৃত) √দক্ষ্‌+ ইন (ইনন্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ