শেয়ার করুন বন্ধুর সাথে

থকথক মানে

থকথক [ thaka-thaka ] বি. অব্য. ১. কাদার মতো ঈষত্ ঘনত্ব ও ঈষত্ তারল্যসূচক (কাদা থকথক করছে); ২. ক্ষত ইত্যাদির বিস্তৃতির ও সাংঘাতিক হওয়ার ভাবসূচক (ঘা-টা একেবারে থকথক করছে)।;থকথকে বিণ. ১. (তরল জিনিস সম্পর্কে) ঘন, গাঢ় (দইটা থকথকে হয়েছে, ঝোলটা থকথকে হয়ে গেছে)।;[থক্‌থক্‌] (অব্যয়) ১ কাদার মতো সামান্য গাঢ় ও কিছু তরলতাসূচক। ২ তরল বস্তুর প্রায় ঘনীভূত বা জমাট ভাব। ৩ ক্ষত ইত্যাদির প্রসার ও মারাত্মক হওয়ার ভাবসূচক। থকথকে (বিশেষণ) থকথক করছে এমন; ঈষৎ গাঢ়। {ধ্বন্যাত্মক};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ