শেয়ার করুন বন্ধুর সাথে

আপামর মানে

আপামর [ āpāmara ] ক্রি-বিণ. ১. পামর বা নরাধমকেও বাদ না দিয়ে, পামর পর্যন্ত সকলে; ২. উচ্চ-নীচ নির্বিশেষে।[সং. আ + পামর]।আপামরসাধারণ, আপামরজনসাধারণ–বি. সমস্ত লোক, সর্বসাধারণ।[আপামর্] (বিশেষণ) সকলেই; সাধারণ লোক পর্যন্ত; ছোটবড়ো অভেদে (আপামর সর্বজনে শান্তিবারি করিল প্রদান-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) আ+ পামর; পামর পর্যন্ত-(অব্যয়ীভাব সমাস)}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ