শেয়ার করুন বন্ধুর সাথে

মানে মানে

মানে [ mānē ] বি. 1 অর্থ, তাত্পর্য (শব্দের মানে, কথার মানে); 2 উদ্দেশ্য, হেতু (চাকরি ছাড়ার মানে কী?)।;[আ. মানি]।;মানে বই — যে-বইয়ে শব্দের অর্থ ব্যখ্যা করা হয়, অর্থপুস্তক, বোধিনী।;[মানে] (বিশেষ্য) ১ তাৎপর্য; মূল ভাব; বক্তব্য; অর্থ (কথার মানে, মানে বই)। ২ উদ্দেশ্য; লক্ষ্য; অভিপ্রায়; কারণ (এ কথার মানি কি?)। মানে-মতলব (বিশেষ্য) ১ অর্থ; তাৎপর্য; নিগূঢ় অর্থ (শব্দের মানে-মতলবে বোধগম্যতা-মুজিবর রহমান খাঁ)। ২ উদ্দেশ্য; মকসুদ। {(আরবি) মা’না};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ