শেয়ার করুন বন্ধুর সাথে
Sumya Akter

Call

ব্যবহারের ভিত্তিতে ওয়েবসাইটের শ্রেণিবিভাগ
 

  • আর্কাইভ সাইট: এসব সাইটে পুরনাে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি সকলের ব্যবহারের জন্য জমা রাখা হয়।
  •  বিজনেস সাইট: ব্যবসায় প্রসার, প্রচার এবং ব্যবসায়িক সেবাদানের উদ্দেশ্যে এসব সাইট তৈরি করা হয়।
  •  ই-কমার্স সাইট: পণ্য বিক্রির জন্য এসব সাইট তৈরি করা হয়। এতে ইলেক্ট্রনিক পদ্ধতিতে পণ্য কেনা যায়।
  •  কম্যুনিটি সাইট: বিভিন্ন ব্যক্তি একসাথে যােগাযােগের জন্য এসব সাইট তৈরি করেন। এতে মেসেজ বাের্ড সাইট থাকে।
  •  ডেটাবেস সাইট: এই ধারণার সাইট সাধারণত নির্দিষ্ট ডেটাবেজের কনটেন্ট খোঁজা ও প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়।
  •  ডেভেলপমেন্ট সাইট: সফটওয়্যার উন্নয়ন, ওয়েব ডিজাইন প্রভৃতির জন্য বিভিন্ন রিসাের্স ও তথ্য এসব সাইটে থাকে।
  •  ডিরেক্টরি সাইট: এই ধরনের সাইটগুলাে বিভিন্ন কনটেন্টকে ক্যাটাগরি ও সাবক্যাটাগরি আকারে প্রদর্শন করে।
  •  ডাউনলােড সাইট: সফটওয়্যার, ওয়ালপেপার ইত্যাদি জিনিসগুলাে এসব সাইট হতে ডাউনলােড করা যায়।
  •  গেম সাইট: এরূপ সাইটগুলাে একেকটি নিজেই কম্পিউটার গেমের বিচরণক্ষেত্র। এসব সাইটে সরাসরি গেম খেলা যায়। এরূপ সাইটকে অনলাইন গেমিং সাইট বলা হয়।
  •  ইনফরমেশন সাইট: এসব সাইট থেকে প্রচুর তথ্য আহরণ করা যায়। সাইটগুলােতে বিনামূল্যে তথ্য পাওয়া যায়।
  •  নিউজ সাইট: এখানে কেবল চলমান বিশ্বের বিভিন্ন ধরনের সংবাদ তাৎক্ষণিকভাবে সরবরাহ করা হয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mahadi

Call

কেপলার কর্তৃক "জড়তা" শব্দটির ব্যবহার শুরু হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ