শেয়ার করুন বন্ধুর সাথে

হাইপারথাইরয়ডিজম হলে সাধারণত যে লক্ষণগুলো দেখা যায়ঃ ১) অতিরিক্ত ঘাম হওয়া ২) গরম সহ্য না করতে পারা ৩) হজমে সমস্যা দেখা যায়  ৪) দুশ্চিন্তা, উদ্বেগ বেড়ে যাওয়া। ৫) অস্থিরতা অনুভব করা। ৬) ওজন কমে যাওয়া ৭) পালস রেট বেড়ে যাওয়া ৮) ঠিকমত ঘুম না হওয়া ৯) চুল পাতলা এবং ভঙ্গুর হয়ে যাওয়া ১০) ত্বক পাতলা হয়ে যাওয়া ১১) মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাব অনিয়মত কিংবা খুব অল্প পরিমাণে হওয়া। ১২) বয়স্ক রোগীদের ক্ষেত্রে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে।  ১৩) খুব খারাপ অবস্থা হলে এবং হাইপারথাইরয়ডিজম এর প্রয়োজনীয় চিকিৎসা না নেয়া হলে থাইরয়েড স্টর্ম (thyroid storm) হতে পারে। এতে রোগীর রক্তচাপ বেড়ে যেতে পারে, জ্বর আসতে পারে এবং হৃদস্পন্দন বন্ধ ও হয়ে যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ