শেয়ার করুন বন্ধুর সাথে

পাটের কাণ্ড পচা রোগের লক্ষণ হলো:পাতা ও কাণ্ডে গাঢ় বাদামি রঙের দাগ দেখা দেয়।এ দাগ গাছের গোড়া থেকে আগা পর্যন্ত যে কোনো অংশে দেখা দিতে পারে।দাগগুলোতে অসংখ্য কালো বিন্দু দেখা যায়।এ কালো বিন্দুগুলোতে ছত্রাক জীবাণু থাকে। দমনের উপায়:পাট কাটার পর জমির আগাছা,আবর্জনা ও পরিত্যাক্ত গাছের গোড়া উপড়িয়ে পুড়িয়ে ফেলতে হবে। বীজ বপনের আগে গাছ থেকে বীজ শোধন করতে হবে।নীরোগ পাট গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে।জমি থেকে সর্বদা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।রোগ দেখা দেওয়ার সাথে সাথে ব্যবস্থা নিতে হবে।রাসায়নিক বালাইনাশক ছিটাতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ