শেয়ার করুন বন্ধুর সাথে

বিদ্যুতের পাখা আস্তে বা জোরে যেভাবেই চলুক না কেন বিদ্যুৎ সমানই খরচ হয় ৷ কারন পাখার চলা নিয়ন্ত্রণ হয় নিয়ন্ত্রক বা রেগুলারেটরের মাধ্যমে। আর বিদ্যুৎ খরচের কাজটা রেগুলেটরের আগেই শেষ হয়ে যায়। রেগুলেটর পরের কাজটা করে মাত্র। তবে হ্যাঁ আস্তে আস্তে চালালে ফ্যানের জন্য কিঞ্চিত পরিমাণ ভাল হতে পারে। কেননা এতে পাখা গরম হবে কম এবং ঘর্ষণের পরিমাণ হবে কম। কিন্তু  বিদ্যুতের কিছুই হবে না। বিদ্যুৎ সমানই খরচ হবে’। আমরা যে রেগুলেটরগুলা ব্যবহার করি  তা ভেরিয়েবল রেজিস্টিভ লোড, অর্থাৎ যত বেশি রেজিস্টেন্স তত বেশি পাওয়ার খাবে রেগুলেটর বাকিটা খাবে ফ্যান। কাজেই ঘুরে ফিরে বিদ্যুৎ খরচ একই হচ্ছে ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ