না মানুষ খেকো এধরনের কোন গাছ নাই। তবে কিছু কিছু উদ্ভিদ আছে যেমন আমাদের দেশে কলসী উদ্ভিদ নামে এক প্রকার উদ্ভিদ আছে(সচরাচর পাওয়া যায়না) যাদের পাতা অনেকটা কলসির মত। এই কলসিতে একটি ঢাকনা মত উপাংঙ্গও থাকে। এই কলসির ভেতর যদি কোন কীটপতঙ্গ ইদুর এরকম ছোট প্রাণী প্রবেশ করে আশ্রয় গ্রহন করে বা বাসা বাধে তখন এই উদ্ভিদ ঢাকণা বন্ধ করে দেয়।(এর ফলে প্রাণীটি বের হতে পারবেনা, এমটা নয়। ঢাকার ফলে বাতাস যাতায়াত বন্ধ হয়) এবং পাতার ভেতরে এক প্রকার টক্সিন বা বিষ ক্ষরন করে, এর ফলে ইদুর বা প্রাণী মরে কয়েকদিনে ভেতরেই পচে যায়, তখন উদ্ভিদের পাতার ভেতরের অংশ থেকে হস্টোরিয়া বা শেকড়াকৃতি উপাংঙ্গ সৃষ্টি হয়ে পচা প্রাণির দেহ থেকে পানি খনিজ লবন ও জৈব পদার্থ তথা জৈবসার শোষন করে। এই প্রক্রিয়াটি বিজ্ঞানীরা প্রকাশ করার পর সাধারন মানুষের অতি আগ্রহের ফলে দিনে দিনে রুপান্তরিত হয় আজ মানুষ খেকো গাছ পর্যন্ত গল্প সৃষ্টি হয়েছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না আজ পর্যন্ত মানুষ খেকো গাছ এই পৃথিবীতে কেউ খুজে পাই নি। এই সব গল্প, কল্পণার জগত মাত্র।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ