বাংলাদেশে প্রথম বিমান চলাচল শুরু হয় 5 জানুয়ারি 1972 সালে(ঢাকা -চট্টগ্রাম) । আর আন্তর্জাতিক ভাবে মাচের্র 1972 সালে (ঢাকা -লন্ডন)।উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক হল জোহরা বেগম কাজী। আর প্রথম নারী চিকিৎসক হল এলিজাবেথ। ঘড়ি কে আবিষ্কার করেছে তা কেউ জানে না। এর ইতিহাস অনেক। কিন্তু ক্যাসিওপিয়া ঘড়ি তৈরি করেছে বল মনে করা হয়। পৃথিবীতে সবচেয়ে মোটা মানুষ হল "মানুএল ইউরিব "যায় বতর্মানে মৃত্যু হয়েছে। কোন গাছ দুধ দেয় এটা আমার জানা নেই। তাই আপনার কাছে ক্ষমা চাই। ক্ষমা করবেন। আর. " শান্ড "প্রাণী বাতাস খেয়ে বেঁচে থাকে।

Talk Doctor Online in Bissoy App